প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্রায়ান হেনসন পরিচালিত কমেডি ফিল্ম ‘দ্য হ্যাপিটাইম মার্ডার্স’। ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’ (১৯৯৬) এবং’দ্য মাপেট ক্রিসমাস ক্যারল’ চলচ্চিত্র দুটি ছাড়া হেনসন বেশ কিছু টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন।
এটি এমন এক দুনিয়া যেখানে পাপেটরা মানুষের সঙ্গে বসবাস করে। ফিল ফিলিপ্স (বিল ব্যারেটা) একজন দক্ষ পাপেট গোয়েন্দা এবং প্রাক্তন পুলিশ অফিসার। ফিল তার ভাইয়ের হত্যাকারী এক সিরিয়াল কিলারকে খোঁজ করছে। এই খুনির বর্তমান লক্ষ্য হল ৮০ দশকের টিভি অনুষ্ঠান ‘হ্যাপিটাইম গ্যাঙ’-এর শিল্পীদের খুঁজে খুঁজে খুন করা; এর মধ্যে ফিলের প্রাক্তন প্রেমিকা জেনিও (এলিজাবেথ ব্যাঙ্কস) আছে।
ফিল তার প্রাক্তন পার্টনার ডিটেকটিভ এডওয়ার্ডসের (মেলিসা ম্যাকার্থি) সঙ্গে দল বাঁধে। দুজন মিলে যত প্রমাণ আর সূত্র পায় তা মিলিয়ে মনে হয় ফিলই সেই সন্দেহভাজন খুনি। এখন খুনিকে খুঁজে পাওয়ার পাশাপাশি নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে ফিলকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।