Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর সিটি কলেজ থেকে তরুণীর লাশ উদ্ধার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:৩৫ এএম

যশোরে সরকারি সিটি কলেজ থেকে পলিথিন মোড়ানো এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাত কলেজের মসজিদের পাশে হাত-পা বাঁধা পলিথিনে মোড়ানো ওই (আনুমানিক ২৫ বছর) তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার রাতে তারা বিকট গন্ধ পেয়ে সিটি কলেজ মসজিদের কাছে ডোবার পাশে আসেন। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ বাড়ে। এরপর স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটির সদস্যরাও আসেন সেখানে। তারা এসে নিশ্চিত হন, পলিথিনে মোড়ানো রয়েছে মানুষের মরদেহ।
যশোর কোতোয়ালি থানার ওসি অপ‚র্ব হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পলিথিনবন্দি মানুষের মরদেহ দেখতে পায় পুলিশ। ওই তরুণীকে খুন করে হাত-পা বেঁধে পলিথিনবন্দি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে তরুণীকে কলেজ ক্যাম্পাসে রেখে গেছে দুর্বৃত্তরা। সেই কারণে মরদেহ থেকে দুর্গন্ধ ছুটছে। তবে কী কারণে এই হত্যাকাÐ, আর এর সঙ্গে কারা জড়িত, তা পুলিশ এখনো জানতে পারেনি। রাত দুইটার দিকে পুলিশ উদ্ধার করা মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়। যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই হায়াৎ মাহমুদ জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তরুণীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ