Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়া প্রেমের জের চাটখিলে প্রবাসীর স্ত্রীসহ আটক ২

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

চাটখিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স চাটখিল জোনের এভিপি মঞ্জুর এলাহীকে এক প্রবাসির স্ত্রীসহ পাশর্^বর্তী রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়া গ্রাম থেকে আটক করা হয়েছে। পরে উভয়কে চাটখিলে আনলে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রবাসী নাজমুল তপদার জানান, তিনি দীর্ঘ ১১ বছর প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন সময়ে তিনি স্ত্রী পান্নার কাছে প্রায় ৭৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার পাঠান। এ সময় একই বাড়ির বীমা কর্মী মঞ্জুর এলাহী বীমা করানোর নাম করে তার স্ত্রী পান্নার সাথে সখ্যতা করে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন অজুহাতে পান্নার কাছ থেকে সমস্ত টাকাÑপয়সা হাতিয়ে নেয়। গত বছর ডিসেম্বরে নাজমুল দেশে আসলে মঞ্জুর এলাহী ৩ সন্তানের জননী পান্না আক্তারকে কৌশলে ঘর থেকে বের করে নিয়ে পাশর্^বর্তী রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়া গ্রামে ভাড়া বাসায় লুকিয়ে রাখে। পরবর্তীতে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর নাজমুল রামগঞ্জ থেকে মঞ্জুর এবং পান্না ২ জনকে একত্রে আটক করে নিজ বাড়িতে ধরে নিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে গণপিটুনি দিয়ে উভয়কে পুলিশের হাতে তুলে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরকীয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ