Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের অর্থ সোমবার পুঁজিবাজারে আসছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ২:০১ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চীনা কনসোর্টিয়ামের প্রায় হাজার কোটি টাকা পাচ্ছে আগামী সোমবার। চীনের দুই পুঁজিবাজার সাংহাই ও শেনজেন ডিএসই’র শেয়ার বিক্রির ৯৪৬ কোটি ৯৮ লাখ ২৬ হাজার টাকা ওই টাকা ডিএসইকে দিবে বলে সূত্র জানিয়েছে। এ জন্য আগামী ২ সেপ্টেম্বর চীনা স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন।
ডিএসই’র ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। দেশের অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন তারা। বিশ্লেষকরা বলেন, এর মাধ্যমে দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হলো। এটি কারিগরি সহায়তা ও পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র্য আনতে সহায়ক ভূমিকা রাখবে। চীনের প্রথম সারির এই দুই স্টক এক্সচেঞ্জের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের স্টক এক্সচেঞ্জকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।
চীনা কনসোর্টিয়াম বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকে নন-রেসিডেন্ট ইনভেস্টরস অ্যাকাউন্টের (নিটা) মাধ্যমে এই অর্থ প্রদান করবে।
চীনের সাথে চুক্তি অনুযায়ী ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ২৫ শতাংশ শেয়ারের বিনিময়ে এই অর্থ দিচ্ছে চীনা কনসোর্টিয়াম বলে জানিয়েছেন ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি জানান, চীনা কনসোটিয়াম অর্থ জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে থাকবে, শেয়ারহোল্ডাররা পাবেন বলে ইতোমধ্যে ডিএসই’র বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে টাকা জমা হওয়ার পর সোমবার বিকেলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে সার্বিক বিষয়ে আলোচনা হবে। পরের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ মানুষকে অবহিত করা হবে। এরপর আবার ডিএসইতে বোর্ড সভা হবে বলে উল্লেখ করেন মিনহাজ মান্নান।
পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রুহুল আমীন আকন্দ চীনের এই টাকার অধিকাংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যা দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। বাজারে আস্থা ও তারল্য সঙ্কট দূর করবে।
বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, চীনা কনসোর্টিয়ামের প্রতিষ্ঠান দুটি চীনের দ্বিতীয় ও তৃতীয় পুঁজিবাজার। বাজার মূলধনের তালিকায় বিশ্বের শীর্ষ দশে রয়েছে। এ রকম প্রতিষ্ঠান ডিএসই’র মালিকানায় আসায় দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এখন বিদেশীরা বিনিয়োগে আকৃষ্ট হবেন। একই সঙ্গে কারিগরিভাবেও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন মির্জা আজিজুল ইসলাম।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে রাজধানীর একটি হোটেলে ডিএসই’র স্ট্রাটেজিক পার্টনার ( কৌশলগত বিনিয়োগকারী) হিসেবে চীনা স্টক এক্সচেঞ্জ চুক্তি স্বাক্ষর করে। এর আগে ভারতের প্রতিষ্ঠানকে নেয়ার চাপ ও নানা তালবাহানার পর গত ৩ মে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের আবেদন অনুমোদন দেয় বিএসইসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ