Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ওলামাদলের নেতাসহ গ্রেফতার ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতিসহ চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার যাত্রামুড়া এলাকার ওলামাদলের কার্যালয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামসুর রহমান খাঁন বেনু, জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা ওলামাদলের সহ-সভাপতি নাছির মোল্লা ও ওলামাদল নেতা আলাউদ্দিন।
এদিকে, ওলামাদলের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা এলাকা ছাড়তে শুরু করেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জ

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ