Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে গুলি, গাড়ি ভাংচুর

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: নাজিম উদ্দিন আহমদের রামগঞ্জস্থ বাসায় বুধবার গভীর রাতে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার বাসা ও ব্যবহৃত গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এবং বাসার দরজা জানালা ও গাড়ি ভাংচুর করে।
বৃহস্পতিবার দুপুরে ভাদুর ইউনিয়নস্থ নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাবেক এমপি নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে এলাকায় এসে ইউপি নির্বাচন পরিচালনার কাজ করছি। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা রাতে আধাঁরে আমাকে হত্যার উদ্দেশ্য বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ি ও গাড়িকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে আমার ব্যবহৃত গাড়ির বেশ ক্ষতি হয়। এ ঘটনায় রামগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার, বিএনপি নেতা আবুল কাসেম মাষ্টার, জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ,সাধারণ সম্পাদক কবির হোসেন কানন ও যুবদল নেতা আবুল কাসেমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ দিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক এম.এ মমিন পাটওয়ারী জানান, নাজিম উদ্দিনের বাড়িতে হামলা ও গাড়ি ভাংচুরের সাথে আওয়ামীলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। গত সপ্তাহ খানেক পূর্বে বিএনপির চার নেতাকে বহিষ্কারের ঘটনায় তাদের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমদের বাড়িতে হামলা ও গুলির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ