বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামে পাষন্ড পুত্র তার মা ও বোনকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে । বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ঐ উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী ওয়াজিফা খাতুন (৪৫) ও তার মেয়ে জেলেফা খাতুন (২৫)। আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মানিক হোসেন (১৮) নিজ মা ও বোনকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের অবস্থা বর্তমানে আশংকাজনক। হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জুলহাস নামে এক ব্যক্তি সাংবাদিকদের জানান, দেড় মাস পূর্বে মানিক তার বড় ভাই মজনুকে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। হঠাৎ বৃহস্পতিবার বাড়িতে এসে হঠাৎ তার মা ও বোনকে কুপিয়ে আবার পালিয়ে যায়।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্টার ডা: আবু তালেব জানান, তাদের অবস্থা আশংকাজনক হলেও চিকিৎসা দেওয়ার পর বর্তমানে কিছুটা উন্নত হয়েছে। এক সূত্র জানা যায়, মৃত আজিজের পুত্র মানিক হোসেন সৎসঙ্গে মিশে বখে যায়। সে নেশা জাতীয় দ্রব্যাদি সেবনে আসক্ত হয়ে পড়ে। পুলিশ ধারণা করছে, নেশার টাকা না পেয়ে সেই তার মা ও বোনকে কুপিয়ে জখম করেছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।