Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি শেষে আজ অফিস-আদালত খুলছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ঈদুল আযহার ছুটি শেষ প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সরকারি অফিস খুলছে আজ রোববার। গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল আযহার উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সপ্তাহের প্রথম দিন রোববার সরকারি অফিস খুলছে সে কারণে রাজধানীতে বড় ধরনের যানজটের শস্কা রয়েছে।
গতকাল শনিবার বিমানবন্দর- কমলাপুর রেল ষ্টেশনে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ আবারও রাজধানীতে পা রাখছেন। এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সারাদেশে ২২ আগস্ট মুসলমানদের পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি কাটাচ্ছেন। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। চিরচেনা যানজটের রাজধানী শহর ঢাকা এখনও ভিন্নরূপে। পথঘাট একেবারেই ফাঁকা।
এদিকে ঈদের ছুটি শেষ, তাই এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরার তাড়া সাধারণ মানুষের। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে চিরচেনা নগরীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং রাজধানীর বাস টার্মিনালে লক্ষ্য করা গেছে রাজধানী ফেরা যাত্রীদের ভিড়। আজ রোববার থেকে আবারও অফিস-আদালত সব খোলা থাকবে। চাকরিজীবীদের যোগ দিতে হবে কর্মক্ষেত্রে। এ কারণে কর্মস্থলে যোগ দিতে ঢাকা ছাড়া মানুষগুলো আবারও রাজধানীতে ফিরছেন। তবে আজ যারা অফিস করবেন তারা প্রায় সবাই রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন। এদের কেউ কেউ ভোররাত, আবার কেউ কেউ ভোরে কিংবা সকালে এসে ঢাকায় পৌঁছেছেন।
ঢাকা ফেরা অধিকাংশই আজ অফিস করবেন বলে রাতেই রওনা দেন। বাড়ি ফেরা অনেকেই ঈদের ছুটির পাশাপাশি অতিরিক্ত দু-এক দিন ছুটি নিয়ে গিয়েছিলেন। ফলে ঢাকা আবারও জমজমাট হতে বেশ কয়েকদিন লাগবে। যারা অতিরিক্ত ছুটি নিয়েছিলেন তারা রবিবার দিনে কিংবা রাতে ঢাকায় ফিরতে পারেন। এরপর সপ্তাহের প্রথম কর্মদিবস আবারও চিরচেনা ঢাকাকে দেখতে পাবেন নগরবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ