Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলাবতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১১, আহত ১২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ৮:৪৯ এএম

নরসিংদীর বেলাব উপজেলায় বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে ১১জন নিহত হয়েছে। এতে ১২ জন আহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার বেড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বেড়িকান্দিতে ভৈরব থেকে ছেড়ে আসা মহাখালীগামী ঢাকা বস পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ১১জন নিহত হন। তারা সবাই লেগুনার যাত্রী।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার কাজিল হকের ছেলে সুজন (২৫), তার স্ত্রী সাবিনা বেগম (২০), একই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে আবুল হোসেন (৫৫), মৃত মুন্নাফ মিয়ার ছেলে আবুল মিয়া (২৪), আসমত আলীর ছেলে মোবারক (১৮), কাশেম মিয়ার ছেলে শাহীন (১৮), আফতাব উদ্দিন (৫০); নেত্রকোনার চাপুনিয়া এলাকার মৃত মোরশেদ আলীর ছেলে রাকিবুল (৩০), একই এলাকার শফিক (২৬), সুমন (২২) এবং লেগুনার চালক নরসিংদীর শিবপুর থানার কাশেম মিয়ার ছেলে মাসুম (২৫)। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।

এ সময় ১২ জন আহত হন। তাদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলাব থানার পুলিশ, ভৈরব হাইওয়ে পুলিশ ও নরসিংদীর ফায়ার সার্ভিস হতাহত লোকজনকে উদ্ধারে কাজ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ