Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীসহ সারাদেশে ঈদ জামাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী ২২ আগস্ট বুধবার সারাদেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। এতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। বিদেশী কূটনৈতিকদের জন্যও সুব্যবস্থা করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮ টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ-উল-আযহার নামায আদায়ের জন্য মুসল্লীদের সুবিধার্থে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে পৃথক পৃথক ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাড়ে ৬ টার জামাত : কামরাঙ্গীর চর জামেয়া ইসলামিয়া নূরিয়া মাদরাসা ময়দান,
৭ টার জামাত
পশ্চিম আগারগাঁওস্থ দারুল ঈমান জামে মসজিদ, ডেমরা ঐতিহাসিক দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা জামে মসজিদ, মিরপুর দারুস সালাম মীর বাড়ী আদি (মাদবর বাড়ী ) জামে মসজিদ,
সোয়া ৭ টার জামাত
পুরাতন ঢাকার লক্ষীবাজারস্থ ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ,
সাড়ে ৭ টার জামাত
মোহাম্মদপুর জয়েন্ট কোয়াটারস্থ মসজিদ-এ- তৈয়্যেবিয়া, জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজা, গেন্ডারিয়া ধূপখোলা মাঠ সংলগ্ন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সেন্টার, খিলগাও শহীদ বাকী সড়কস্থ পল্লীমা সংসদ ময়দান, এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ, কেরাণীগঞ্জ ধর্মশুর কবরাস্থান ঈদগাহ ময়দান, ধর্মশুর শাহ সুলতাদুন্দিন (রহ.) জামে মসজিদ, রামেরকান্দা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জিঞ্জিরা ঈদগাহ ময়দান, মুগারচর ফজলুল উলুম কারিমিয়া ইলামিয়া এতিমখানা মাদরাসা ময়দান, লাখিরচর বায়তুল আমান জামে মসজিদ, সিরাজদিখান জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসা ময়দান,
৮ টার জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, পুরাতন ঢাকাস্থ লক্ষীবাজার নূরাণী জামে মসজিদ, কামরাঙ্গীর চর জামেয়া ইসলামিয়া নূরিয়া মাদরাসা ময়দান, ধানমন্ডি ঈদগাহ ময়দান,ড.মুহাম্মদ শহীদুল্লাহ হল লনে, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া যাত্রাবাড়ী, ঢাকা-চট্রগ্রাম রোডের সাইনবোর্ডস্থ মসজিদে কোবা, কেরাণীগঞ্জের মিরেরবাগ জামে মসজিদ, ইকুরিয়া ঈদগাহ ময়দান, নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্বগ্রাম বাউলিয়াপাড়া ঈদগাহ ময়দান, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর জামে মসজিদ, ব্রা²ণখোলা মালিবাগান জামে মসজিদ,
পৌনে ৯ টার জামাত
মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া যাত্রাবাড়ী,
৯ টার জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ,
১০ টার জামাত
বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
পৌনে ১১ টার জামাত
বায়তুল মুকাররম জাতীয় মসজিদ

চট্টগ্রাম ব্যুরো জানায়, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭টা ৪৫মিনিটে জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বাকলিয়া স্টেডিয়ামে সকাল ৮ টায়, লালদীঘি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ভারী বৃষ্টিপাত হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাতসহ ৪১ টি ওয়ার্ডে ১৬৫ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, মিসকিন শাহ জামে মসজিদ, আগ্রাবাদ সিজিএস কলোনী জামে মসজিদ, জাম্বুরি মাঠ জামে মসজিদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, অলি খাঁ জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, চট্টেশ্বরাই গায়েবী জামে মসজিদ, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজিদ, বালুছড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদরাসা ময়দানসহ নগরীর মসজিদ ও খেলা ময়দানে ঈদ জামাত অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় ঐতিহ্যবাহী শাহ্ মখদুম (রূপ:) কেন্দ্রীয় ঈদগায় মাঠে অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। নগরীর আমচত্ত¡র আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ দুটি ঈদ জামাত। সকাল সাড়ে ৭টায় : উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বনগ্রাম আলফারুক জামে মসজিদ, শালবাগান গণপূর্ত মাঠ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ এবং মেহেরচন্ডি নতুনপাড়া ঈদগা। বালিয়াপুকুর জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে পৌনে ৮টায়। সকাল ৮টায় : সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানী ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, ডাঁশমারি বাইতুল মারেফত মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, মেহেরচন্ডি ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগা, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ। সকাল সোয়া ৮টায় : বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ। সকাল সাড়ে ৮টায়: রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ। উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, বুধপাড়া ঈদগাহ ময়দান, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ। ঈদের সবশেষ জামাত অনুষ্ঠিত হবে আহম্মদপুরস্থ শাহ সাহেবের খানকা শরীফে।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলেল প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে । সারা দেশ থেকে লক্ষাধিক জাকেরান ও আশেকানসহ মুসল্লিয়ানবৃন্দ এখানে ঈদের নামাজ আদায় ছাড়াও পশু কোরবানি করবেন। বরিশাল বিভাগীয় সদরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লীয়ানগন এখানে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদ ও এবায়েদুল্লাহ মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৯টায় এবং বায়তুল মোকাররম মসজিদে ৮টা ও ৯টায় দু’টি করে জামাত অনুষ্ঠিত হবে। বরিশালের চরমোনাই দরবার শরীফে সকাল ৯টায়, উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানিয়েছেন, বরিশাল মহানগরে সাড়ে ৪শ’মসজিদের মধ্যে তিন শতাধিক মসজিদে এবারের ঈদ উল আজহার জামাত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।
সরকার আদম আলী, নরসিংদী থেকে জানান, এবারের পবিত্র ঈদুল আযহায় নরসিংদী তথা দেশের বৃহত্তম ঈদের জামায়াত অনু্ষ্ঠিত হবে গাবতলী – জামেয়া ঈদগাহ মাঠে। এতে সম্মানিত ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বিশ্ষ্টি ইসলামী চ্ন্তিাবিদ আল্লাম্ াসাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী। নরসিংদীর গাবতলী ঈদগাহ’র এই জামায়াত দেশের অন্যতম বৃহৎ জামায়াত। প্রতিবছর এই মাঠে লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে। অনেকের মতে কিশোরগঞ্জের শো লাকিয়ার পর নরসিংদীর এই জামায়াত দেশের সবচে বড় ঈদের জামায়াত। জামায়াতে অংশ নিবেন মন্ত্রী এমপি, রাজনীতিক ব্যবসায়ী ওবিভিন্ন পেশার লোকজন।
সাদিক মামুন, কুমিল্লা থেকে জানান, আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আযহা বা কোরবানীর ঈদকে সামনে রেখে কুমিল্লার প্রতিটি মুসলিম পরিবারে বইছে আনন্দের জোয়ার। কোরবানীর ঈদ উৎসব আয়োজনে কুমিল্লার সর্বস্তরের মুসলিম পরিবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
যশোরে ঈদ জামাত
যশোর ব্যুরো জানায়, যশোরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া পুলিশ লাইন জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, নতুন খয়েরতলা স্কুলমাঠ, উপশহর মার্কাস মসজিদ, চাঁচড়া, ডাকাতিয়া, বেজপাড়া শংকরপুর ঈদগাহ, বারান্দীপাড়া ঈদগাহ সহ যশোর অঞ্চলের বিভিন্নস্থানে ঈদের জামায়াতের প্রস্ততি নেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে সেজন্য প্রধান ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ মাঠে ছাউনী দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ