Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনও জমেনি হাট

সায়ীদ আবদুল মালিক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ঈদুল আজহার আর মাত্র দুইদিন বাকি। এখনো কোরবানীর হাটের বেচ-কেনা জমে ওঠেনি। তবে গতকাল থেকে হাটে ক্রেতাদের পদচারণা বেড়েছে। বিক্রিও হয়েছে টুকটাক। আজ থেকে বিক্রি বৃদ্ধি পাওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর প্রতিটি হাটেই দেশি গরুতে ছেয়ে গেছে। কোরবানীর হাটের জন্য নির্দিষ্ট সীমানার বাইরে না যেতে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন থেকে বারবার কঠোর নির্দেশনা দেওয়া হলেও থোড়াই কেয়ার করছেন হাটের ইজারাদাররা। প্রভাবশালীদের দাপটে ক্রমেই হাটগুলো নির্ধারিত এলাকা ছেড়ে পাড়া-মহল্লা ও সড়কের ওপর চলে গেছে।
স্থায়ী হাট গাবতলী, গোপিবাগ ও কমলাপুর হাট, কাউয়ার টেক ও সাদেক হোসেন খেলার মাঠ ও আফতাব নগর হাটসহ রাজধানীর সব হাটে এবার কোরবানীর পশুতে ছেয়ে গেছে। নির্ধারিত স্থান অতিক্রম করে হাটগুলো আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। এতে করে ওই সমস্ত এলাকায় বসবাসকারীরা পড়েছে চরম ভোগান্তির মধ্যে। প্রতিবাদ তো দুরের কথা, হাটগুলোর ইজারাদারেরা প্রভাবশালী হওয়ায় এনিয়ে কেউ টু শব্দটিও করার সাহস করছে না। কমলাপুর কবরস্থান এলাকার বাসিন্দা নুর হোসেন বলেন, হাট বাড়তে বাড়তে আমার বাড়ির সামনে পর্যন্ত এসে গেছে। আমার বাড়ির একেবারে আঙ্গিনায় গরু তোলা হয়েছে। অথচ এনিয়ে আমি কোন প্রতিবাদ করতে পারছি না। কারণ যারা হাটের ইজারা নিয়েছে তাদেরকে এ নিয়ে কিছু বলার ক্ষমতা আমার নেই। আমাদের শুধু সহ্য করা ছাড়া আর কোন ক্ষমতাই নেই।
গতকাল রোববার সরেজমিন ঘুরে দেখা গেছে, সুনির্দিষ্ট সিমানার মধ্যে কোন হাটই নেই। রাজধানীর সবকটি হাটই সীমানা পেরিয়ে আশেপাশের অলী-গলী ও প্রধান সড়কে পর্যন্ত ছড়িয়ে গেছে। কোনও হাটেরই সীমানা ঠিক নেই। কাউয়ার টেক ও সাদেক হোসেন খোকা মাঠের ভেতর হাট বসানোর অনুমোদন দেওয়া হলেও হাট চলে গেছে ধোলাইখাল সড়কে। নারিন্দার অলি-গলিতেও হাটের খুঁটি স্থাপন করা হয়েছে। গোপীবাগ-কমলাপুর হাটের গরু বাঁধা হয়েছে মতিঝিল প্রধান সড়কের ধারে। পাশাপাশি কমলাপুর বক্সকালভার্ট সড়ক পরিণত হয়েছে কোরবানির পশুর হাটে। এ সড়ক দিয়ে এখন আর যানবাহন চলাচল করতে পারছে না। পোস্তগোলা শ্মশানঘাট হাটের পশু বেড়িবাঁধের দু’ধারে বাঁধা হয়েছে। পুলিশের উদ্যোগে হাটগুলোতে চলছে জাল টাকা শনাক্তের কাজ।
সিটি কর্পোরেশন ও পুলিশের নিষেধাজ্ঞা সত্তে¡ও রাস্তার ওপর কেন হাট বসানো হলো জানতে চাইলে কাউয়ার টেক ও সাদেক হোসেন খোকা মাঠ হাটের এক কর্মকর্তা বলেন, প্রচুর গরু আসছে। এত গরু এই ছোট মাঠে রাখার জায়গা নেই। বাধ্য হয়ে কয়েকদিনের জন্য আমরা রাস্তা ব্যবহার করছি। তবে রাস্তায় গরুর কারণে যাতে যানজট না হয় সে জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা আছে। ধোলাইখাল এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাট যারা ইজারা নিয়েছে তারা অত্যন্ত প্রভাবশালী। তাদের সঙ্গে পেরে ওঠা মুশকিল।
প্রসঙ্গত, হাট ইজারা দিতে সিটি কর্পোরেশন যে কয়টি শর্ত দিয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হল সীমানা অতিক্রম না করা। এ ছাড়া সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে, কোরবানির পশু হাটের বাইরে এলেই আটক করা হবে। কিন্তু শুক্র, শনি ও রোববার পুলিশ কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সীমানা লংঘনকারী ইজারাদারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি।
তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মালেক বলেন, গতকাল রোববার থেকে তাদের মোবাইল টিমের তৎপরতা চলছে। কোনও অসঙ্গতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার থেকে হাটে কোরবানির পশু উঠা শুরু হলেও গতকাল পর্যন্ত ক্রেতার উপস্থিতি ছিল কম। হাটে ক্রেতার চেয়ে দর্শনার্থই বেশি। আগামী দিন (আজ সোমবার) থেকে হাটে ক্রেতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধূপখোলা হাটে আসা কুষ্টিয়ার বেপারি আলাউদ্দিন মিয়া।
গাবতলী পশুহাট ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের দেশি গরুতে ভরে উঠেছে হাটটি। ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুরু করে রায়েরবাজার অভিমুখে এক কিলোমিটার পর্যন্ত এগিয়েছে হাটের বিস্তৃৃতি। রাস্তার দুপাশেও পশু রাখার শেড করা হয়েছে। এসব শেডে এখন কেবলই পশু। এছাড়া ট্রাকে ট্রাকে গরু আসছেই। সেগুলো তোলা হচ্ছে হাটে। ছোট, বড়, মাঝারি বিভিন্ন আকৃতির গরুতে পূর্ণ হাট। বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে দুয়েকটি বিক্রি হচ্ছে বলে জানালেন হাটের ইজারাদার লুৎফর রহমান। তার অভিমত আজ সোম ও কাল মঙ্গলবার হবে মূল বেচা কেনা। মূলত ওই দুটি দিনকে উদ্দেশ্য করেই এখন কেবল হাটে পশু জমায়েত করছেন ব্যাপারী ও খামারিরা। পশুগুলো যাতে সারিবদ্ধভাবে রাখা যায়, সে জন্য বাঁশের শেড করে দেয়া হয়েছে। বালু দিয়ে দেয়া হয়েছে নিচে। তারপরও প্রবেশপথটুকু দেখা গেল কাদাপানিতে সয়লাব হয়ে আছে। কুষ্টিয়ার দৌলতপুরের খামারি আমান জানান, হাটে এখন পর্যন্ত তেমন অব্যবস্থাপনা চোখে পড়েনি। জাল নোট শনাক্তের জন্য বিভিন্ন ব্যাংক বুথ বসিয়েছে। ব্যাংকে টাকা জমা দেয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। পশু আমদানি প্রচুর হলেও দাম উঠছে না। ক্রেতারও দেখা নেই।
বড় ছেলে এবং নাতিকে নিয়ে মোহাম্মদপুরের বসিলা পুলিশ লাইন বাজারে আসা আব্দুর রাজ্জাক বলেন, বাসা পাশেই, তাই নাতিকে গরুর হাট দেখাতে এনেছি। পাশাপাশি দরদামও করছি। আজ কিনতে না পারলেও অসুবিধা নেই। কাল (আজ সোমবার) বোঝা যাবে হাটের এবং দামের গতি প্রকৃতি। ওইদিন অথবা তার পরেরদিন যাচাই বাছাই করে গরু কিনবো। একই হাটে দুই ছেলেকে নিয়ে এসেছেন মোহাম্মদ শাজাহান শ্যামলী থেকে। তিনিও শুধু গরু দেখছেন। তিনি বলেন, গরুর দাম অনেক বেশি চাচ্ছে, বাজার দেখেশুনে প্রয়োজনে শেষ দিনে কিনবো।
এরকম আরও অনেকে পশুর হাটে আসছেন, গরু দেখছেন, দরদাম যাচাই বাছাই করছেন। তারা পরে কিনবেন। এছাড়া ৪/৫ জনের গ্রুপ করে অনেক কিশোর গরু দেখতে এসেছে বাজারে। তারা ঘুরছে কোরবানির পশু দেখছে, দরদাম করছেন, শুনছেন। কথা হয় সোহাগ ও বাঁধন নামে দুই বন্ধুর সঙ্গে। বাঁধন জানায়, তারা গরু দেখতে এসেছে। বাবা যেদিন বাজারে আসবে সেদিন আবারও আসবো। কোন গরুর কত দাম উঠেছে তা বাবাকে জানাবে। একই কথা জানায় সোহাগও।
ঝিনাইদহের গরু বিক্রেতা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, বেচাকেনা এখনও শুরু হয়নি, হয়তো কাল বা পরশু পুরাদমে শুরু হবে। আমি ৫টি গরু এনেছি। শনিবার সকালে একটি গরু আড়াই লাখ টাকায় বিক্রি করেছি। নাটোর থেকে হাজারীবাগ হাটে আসা মহিদুল দেওয়ান বলেন, তিনদিন হলো হাটে এসেছি ৮টি গরু নিয়ে, এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারিনি। মূল বেচাকেনা শুরু হবে সোমবার থেকে। দুই দিনেই সব শেষ হয়ে যাবে। গত ১০ বছর হলো ঢাকায় ব্যবসা করছি। শুধু ২ বছর লোকসান দিয়েছি।
হাজারীবাগ হাটের ইজারাদারের ছোট ভাই মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন, বেচা-কেনা এখনও শুরু হয়নি। এ হাটে বেপারীদের থাকা খাওয়া, পানি, গোসল, গরুর খাবারসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে। তিনি আরও বলেন, প্রায় আড়াই কিলোমিটার আয়তনের এ হাটে অনেক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জালটাকা সনাক্তের মেশিন বসানো হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য নিজেদের উদ্যোগে চিকিৎসক নিয়ে আসা হয়েছে। গরুর প্রাথমিক চিকিৎসার টাকা হাট কর্তৃপক্ষ বহন করছে। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ