Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরম বিদ্যুৎ সংকটের মুখে সোমবার সাময়িকভাবে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু’র সিদ্ধান্ত

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১১:৩৮ এএম

আগামীকাল সোমবার থেকে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির ঘটনায় তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রংপুর অঞ্চলে বিদ্যুতের চরম সংকট দেখা দিয়েছে। লোড সেডিংয়ের পাশাপাশি যতটুকু সময় বিদ্যুৎ থাকছে তাও লো-ভোল্টেজ। লো-ভোল্টেজের কারণে এসি, ফ্রিজ, ওভেন, টিভি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) মাহবুব উদ্দিন আহম্মেদ মুঠোফোনে জানান, কয়লা খনি থেকে এর মধ্যে মাঝে মাঝে কিছু কয়লা সরবরাহ করা হয়। সেই কয়লা পবিত্র ঈদুল আযহার সময় বিদ্যুৎ লো-ভোল্টেজ সমস্যা মোকাবিলায় সাময়িকভাবে উল্লেখিত একটি ইউনিট চালুর ¯ি^দ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রটি সর্বোচ্চ পাঁচ দিন চালু রাখা সম্ভব হতে পারে। এর পর আবারও বন্ধ হয়ে যাবে কেন্দ্রটি। কয়লা উত্তোলন শুরু না হওয়া পর্যন্ত তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হবে না। অপরদিকে কয়লা খনির একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে আগামী সেপ্টেম্বর মাসের আগে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হওয়া সম্ভব না হওয়ার সম্ভাবনাই বেশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩
১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ