পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদ এলেই মানুষের ঘরে ফেরার বিড়ম্বনাকে কেন্দ্র করে অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। ছিনতাই, ডাকাতির পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। এরপরও ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার গুরুত্বপূর্ণস্থানে ১১৬৪ জন পুলিশ সদস্যসহ বিশেষ নিরাপত্তাবলয়ের পাশপাশি সিসি ক্যামেরার স্থাপনের কাজ শুরু করেছে পুলিশ কর্তৃপক্ষ।
ঈদকে সামনে রেখে মহাসড়কে হাইওয়ে পুলিশের সঙ্গে কুমিল্লা জেলা পুলিশের যৌথ তদারকির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ঈদকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘিরে ব্যপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে যানজটের কবলে পড়তে না হয় সেজন্য কুমিল্লা পুলিশের পক্ষ থেকে এবার মহাসড়কে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ক্যামেরা লাগানো প্রস্তুতি শুরু করেছে। কুমিল্লা জেলায় সদ্যযোগদানকারী পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো যাত্রীরা যেন এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য মহাসড়কের হাইওয়ে পুলিশের পাশাপাশি যানজট, সড়ক অবরোধ, নাশকতা, অপরাধ নির্মূলে কাজ করবে স্থানীয় থানা পুলিশও।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ঢাকামুখী সড়কে অন্তত ২৫ কিলোমিটার যানজট রয়েছে। গতকাল শনিবার ভোররাত থেকে এ যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী।
যানজট নিরসনে ইতোমধ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ ব্যষÍ সময় পাড় করছে। আসন্ন ঈদযাত্রায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা হাইওয়ে পুলিশের ৬শ’ ৮৬ জন ও জেলা পুলিশের ৪শ’৭৮ জন পুলিশ সদস্য মহাসড়কের কুমিল্লার বিভিন্ন পয়েন্টে নিয়োজিত থাকবেন। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলাসহ মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির যে অভিযোগ উঠছে, সিসি ক্যামেরার মাধ্যমে তারও সুরাহা হবে। এছাড়াও রাজনৈতিক কর্মসূচির নামে মহাসড়কে নাশকতার করা হয়। তিনি বলেন, মহাসড়কে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায়ই আমাদের বিব্রত করে। আমরা আর এই দায় আর নিতে চাই না। সিসি ক্যামেরার মাধ্যমে আমরা পুলিশকে নিয়ন্ত্রণ করবো। এছাড়া অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ তো হবেই। ‘আমরা এমনভাবে ক্যামেরাগুলো লাগাবো যাতে কেউ সেগুলো চুরি কিংবা খুলে নিয়ে যেতে না পারে।
অতিরিক্ত যানবাহন চলাচল ও ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং যানজট নিরসনে কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, শহীদনগরসহ মহাসড়কের বিভিন্ন অংশে অবৈধ পার্কিং এবং মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছেন পুলিশ। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম এর নেতৃত্বে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, কুমিল্লার প্রায় ১০টি স্থানে যানজট প্রবণ পয়েন্ট, মহাসড়কের পাশের হাটবাজার এলাকায় পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। মহাসড়কের কোথাও কোন যানবাহনে তল্লাাশির নামে হয়রানি করা হবে না। মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে কুমিল্লা জেলা পুলিশের ঈদের দিন পর্যন্ত সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন স্পষ্টে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে থানা পুলিশ, কমিউনিটি পুলিশ সদস্য দায়িত্বপালন শুরু করেছেন। ঈদ ঘনিয়ে আসলে কমিউনিটি পুলিশের সংখ্যা আরো বাড়ানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।