Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপদাহে তপ্ত দেশ

সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭.৮ ডিগ্রি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

শরৎ ঋতু তো শরৎ নয়। এ যেন গ্রীষ্মকালের তাপদাহকে হার মানায়। সূর্যের অবিরাম তীর্যক দহনে তপ্ত সমগ্র দেশ। ভাদ্র মাসে এসেও অস্বাভাবিক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের অনেক জায়গায়। অথচ প্রত্যাশিত ‘স্বাভাবিক’ বৃষ্টির দেখা নেই কয়েক সপ্তাহ ধরে। চাতকের মতো মানুষ এবং প্রাণিকুল আকাশ পাণে চেয়ে আছে অসহ্য গরম থেকে পরিত্রানের জন্য।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৬.৫ এবং ২৭.৪ ডিগ্রি সে.। রাজশাহীতে পারদ উঠেছে ৩৭ ডিগ্রিতে। যা মৌসুমের বর্তমান সময়ের তুলনায় স্বাভাবিকের চেয়ে স্থানভেদে ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশী। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া বিভাগের কাছে আপাতত বৃষ্টির সুখবর নেই। বরং গত সন্ধ্যায় আবহাওয়া পূর্বাভাসে জানা যায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।
আজ (রোববার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‘কিছু’ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপদাহ

১০ সেপ্টেম্বর, ২০২২
১৬ জুলাই, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২১
১১ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ