পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের পটিয়া পৌর সদরে যুবলীগ দুই গ্রুপের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বরলিয়া ইউপি সদস্য সৈয়দ জাবেদ সরোয়ার ও সিএজি চালক জাহাঙ্গীর (৩৫)সহ ৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় পৌর সদর মুন্সেফবাজারস্থল সেন্ট্রাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জাবেদ সরোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত জাহাঙ্গীর পটিয়া থানায় ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলায় পৌরসভা আওয়ামী লীগ নেতা ডি এম জমির উদ্দিনকে প্রধান আসামি করা হয়।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় পটিয়া উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক মোজাম্মেল হক প্রকাশ ছোট লিটন তার অসুস্থ পিতাকে চিকিৎসার জন্য পৌর সদরের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। পরে তিনি হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে তার ৫-৬ জন কর্মী নিয়ে চা পান করার এক পর্যায়ে ২০-৩০ জন যুবক যুবলীগ নেতা ছোট লিটন ও তার অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি ছুঁেড়। এতে ছোট লিটন চায়ের দোকানে একটি বসার বেঞ্চ নিয়ে হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীদের কাছের বোতলের আঘাতে বড়লিয়া ইউপি সদস্য ও যুবলীগ নেতা সৈয়দ জাবেদ সরোয়ারের পেটে ও কাধে কাচের বোতল ভেঙ্গে ঢুকে পড়ে। ফলে তিনি গুরুতর আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।