Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ শুধু ডাকের অপেক্ষায় সংহতি সভায় মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করে বলেছেন, জনগণ এখন শুধু ডাকের অপেক্ষায়। পরিস্থিতি বদলানোর জন্য লড়াই করতে হবে। সারাদেশে লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ শপথ নিতে হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সংহতি সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, গণতন্ত্র হত্যাকারী সরকার উন্নয়নের মহাসড়কে চলছে আর আমরা এর নিচে তলিয়ে যাচ্ছি। সরকারের দুঃশাসনের উত্তরনে একযোগে লড়াই করতে হবে। সকল পেশাজীবীদের এক হতে হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার এখন ক্ষমতায় থাকতে মরিয়া। এ সরকারের মধ্যে কোনো মানবতা নেই। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকার শতাধিক শিক্ষার্থীদের গ্রেফতার করেছে। আওয়ামী লীগের সাবেক নেতা বলেন, সরকার ফেসবুকে স্ট্যাটাসের দোহাই দিয়ে যেকাউকে গ্রেফতার করছে।
বর্তমানে সংখ্যালঘু মানুষেরাও দেশের পরিবর্তন চাই দাবি করে মান্না বলেন, এ সরকার সংখ্যালঘুদেরও নির্যাতন করেছে। তবে সামনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জনগণের সামনে বলতে হবে, বর্তমান অবস্থার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় মাথায় হেলমেট পরে কারা আন্দোলন করেছে। সবার ফুটেজ আছে। তবুও চিহ্নিত করতে এতো সময় লাগছে কেনো?
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত ওই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা.জাফরুল্লাহ চৌধুরী, বিএফইউজের মহাসচিব মুহাম্মাদ আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ