বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : শাশুড়ি হত্যার দায়ে জামাতাসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের এক আদালত। আর সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড ভোগেরও আদেশ দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত চার জন হলেন- হত্যাকাণ্ডের শিকার আলেয়া বেগমের মেয়ে জামাতা গাজীপুর মহানগরের চান্দপাড়া এলাকার আনুর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মালেক সরকারের ছেলে দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীনের ছেলে খলিল ও সিটি কর্পোরেশনের কড্ডা নান্দুন এলাকার আব্দুস ছাত্তারের ছেলে মাসুদ। তাদের বয়স আনুমানিক ৪০-৪৫ বছরের মধ্যে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, সাইফুলের বাড়িতে তার শাশুড়ি আলেয়া বেগম থাকতেন। পারিবারিক কলহের জেরে ১৯৯৪ সালের ৩০ অক্টোবর জামাতাসহ ওই চারজন আলেয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পরদিন এ নিহত আলেয়ার ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় পুলিশ সাইফুলকে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হলে সাইফুল সহযোগীদের নিয়ে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার (তৎকালীন) উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শরীফ ফজলে রাব্বী। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীরসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।