Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদই এখন পাঠশালা

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জড়াজীর্ন হওয়ায় পরিত্যক্ত ঘোষনা করার পর পাঠদান চলছে একটি মসজিদে। সরেজমিনে গেলে দেখা যায়, একই এলাকায় একটি মসজিদে শিক্ষার্থীরা ক্লাস করছে। শিক্ষকরা জানান, গত ৫ জুলাই উপজেলার এলজিডি সহকারি প্রকৌশলী রবিন্দ্রনাথ হালদার প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ভবনটি পাঠদানের অনুপযোগী বলে পরিত্যক্ত ঘোষনা করেন। এরপর ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য বেছে নেয়া হয় একটি মসজিদের টিনের ছাউনীযুক্ত ঘর। বর্তমানে সেখানেও পাঠদানে অসুবিধা হচ্ছে, টিনের ছাউনী দিয়ে বৃষ্টির পানি পড়ার কারনে উপরে পলিথিন দিয়ে চলছে ক্লাস। এতে করে অভিভাবক অনেকেই তাদের ছেলে মেয়েদেরকে অন্যত্র পাঠানোর পরিকল্পনা নিচ্ছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন খান জানান, বর্তমানে আমাদের ছাত্র-ছাত্রীদের পাঠদানে খুব অসুবিধা হচ্ছে। একটু ঝর বৃষ্টি এলেই উপরে পলিথিন সরে গিয়ে বৃষ্টির পানি পরে মসজিদের মেঝ পানিতে তলিয়ে যায়। কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যায়। বর্তমানে খুবই দুর্বিসহ অবস্থায় পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল হাওলাদার জানান, এ ব্যাপারে আমরা উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করেছি বিষয়টি পানি সম্পদ মন্ত্রী আনোয়র হোসেন মঞ্জু জানতে পারার পর তিনি প্রাথমিকভাবে ক্লাস পরিচালনায় টিনের ছাপরা দেয়ার জন্য ১০ বান্ডেল ঢেউটিন দিয়েছেন। এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পুরবী রানী জানান, আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখেছি। ভবনটি খুবই ঝুঁকিপূর্ন বিধায় পরিত্যক্ত ঘোষনা করে আপতত একটি মসজিদে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি আমি কয়েকবার প্রতিষ্ঠানটিকে ঝুকিপূর্নের ১ম তালিকায় রেখে উধর্বতন কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দাখিল করেছি, কিন্তু ভবন নির্মানের কোনো বরাদ্ধ এখনও আমরা পাইনি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ