পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলমান ১০ দিনের এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের ফলে দেশের মহাসড়কে পূর্বের তুলনায় অনেকাংশে শৃঙ্খলা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক ও মহাসড়কে নিরাপদ যানবাহন চলাচলের নিমিত্তে পুলিশের গৃহীত ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা পুলিশের গৃহীত পদক্ষেপের সঙ্গে সহমত পোষন করেন ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে পরিবহন সেক্টরের সমস্যা গুলো সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
আইজিপি বলেন, অত্যন্ত সফলভাবে ট্রাফিক সপ্তাহ ২০১৮ এর কার্যক্রম শেষ হয়। ট্রাফিক সপ্তাহের ওই ১০ দিনে বিভিন্ন পরিবহন তথা গাড়ির ড্রাইভার ও জনগণের মাঝে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র সম্পর্কে অধিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমে আপামর জনসাধারণের মনে রোড সেফটি সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।