Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেবহাটায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দর‌্যালি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

দেবহাটার খানবাহাদুর আহছান উল্লাহ কলেজকে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজটির শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে গতকাল সকালে কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি দেবহাটা উপজেলার সখিুপর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সহকারি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মহসিনের পরিচালনায় খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফম রুহুল হক এমপি। এছাড়া, আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় উপমহাদেশের শ্রেষ্ঠ আওলিয়া ও জ্ঞান তাপষ হযরত খান বাহাদুর আহছান উল্লাহর নামে প্রতিষ্ঠিত এই কলেজকে সরকারীকরণ করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। একই সাথে শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফম রুহুল হক এমপিকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, সাতক্ষীরার দেবহাটা উপজেলার খানবাহাদুর (কে,বি,এ) কলেজকে সরকারিকরণ করে শিক্ষা মন্ত্রনালয় চলতি মাসের ১২ তারিখে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয় ৮ আগষ্ট ২০১৮ থেকে কলেজটিকে সরকারি কলেজ হিসেবে গণ্য করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ