Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ শহরের জামতলায় বেপরোয়া প্রাইভেট কার চাপায় আহত ৭

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ৫:০০ পিএম

শহরের জামতলায় একটি বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় ৭জন আহত হয়েছে। মারাত্মক আহতরা হচ্ছেন রিকশা চালক, আরোহী ও পথচারী। তাদের মধ্যে রিকশা চালক রহুল আমিন ও বৃষ্টি নামে এক নারীকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জনতার রোষানল থেকে বাঁচতে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ আগস্ট) রাত ৯টা দিকে নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়কের ফতুল্লার জামতলা এলাকায়।
ফতুল্লা মডেল থানার এস আই দিদারুল আলম জানান, শহরের চাষাড়া থেকে ফতুল্লাগামী একটি প্রাইভেট কার একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ওই রিকশার চালক আহত হয়। এসময় তাকে স্থানীয় এক যুবক ১০০ টাকা দিয়ে চিকিৎসা করিয়ে নিতে বলে। কিন্তু রিকশা চালক জোর আপত্তি জানিয়ে প্রাইভেটকারটিকে ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে পালাতে গিয়ে জামতলা এলাকায় কয়েকটি রিকশা ও পথচারীকে চাপা দেয়। কিন্তু শেষ পর্যন্ত পালাতে না পেরে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ লোকজন গাড়িটি ভাংচুর করে। এবং মারাত্মক আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রিকশা চালক রুহুল আমিন ও বৃষ্টি নামে এক নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তিনি আরো জানান, আহত অন্য ৫জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। গাড়িটি আটক করা হয়েছে। এবং গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ

১৭ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ