Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

গতকাল যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। শোক শ্রাদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত হয়েছিলেন বাঙ্গালীর এই অবিসংবাদিত নেতা।
গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি।
সকলেই পরম শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনককে স্মরণ করেন। ভোর থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো শুরু করেন। শোকাবহ ভাবগাম্ভীর্যের মাঝেও জোরালো কন্ঠে উচ্চারিত হয় ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।’
এদিন সকাল ৬ টায় প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতি পুষ্পাঘ্য অর্পণ করে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।
দিনটি ছিল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি-বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত, মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, জেলা-উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন, হামদ্ ও নাত প্রতিযোগিতা, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান এবং মিলাদ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। দেশের বাইরে বাংলাদেশের ক‚টনৈতিক মিশনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে।
রাজধানীসহ সারাদেশে শোকের প্রতীক কালো পতাকার পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণ নির্মাণ করা হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও বঙ্গবন্ধুর সাধারণ অনুসারীরা কালো ব্যাজ ধারণ করেন। অলিগলিতে মাইকে বাজছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের কালজয়ী ভাষণ। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান ও কবিতা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেরণামূলক গানও প্রচারিত হয় মাইকে। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে শোকার্ত মানুষের ঢল নামে। ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু ভবনের সামনের রাস্তায় সমবেত হতে থাকে।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ অর্পণের পর এই মহান নেতার প্রতি সন্মান জানাতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল সে সময় জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নেতা-কর্মীদের নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনী প্রধানগণ, আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ এবং পদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনটি ঘুরে দেখেন। যে বাড়িতে আজ থেকে ৪৩ বছর আগে পৃথিবীর বর্বরতম এক হত্যাযজ্ঞ সংঘটিত হয়।
পরবর্তীতে জাদুঘরে রুপান্তরিত করা বাড়িটিতে শেখ হাসিনা এবং শেখ রেহানা কিছু সময় অবস্থান করেন। পরে, প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান। যেখানে তার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং ১৫ আগস্টের শাহাদৎ বরণকারীরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
শেখ হাসিনা এবং শেখ রেহানা সেখানে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেন। তারা এ সময় মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন এবং দোয়ায় শরীক হন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে ১০টা ১৬ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যান এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। দলের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেতা-কর্মীরা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী সমাধি প্রাঙ্গনে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ এবং দলের নেতা-কর্মীদের নিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এরপর দুপুর ১২ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এর পর বিকালে মহিলা লীগের মিলাদে যোগ দেন প্রধানমন্ত্রী।
বঙ্গভবনে মিলাদ : জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর দরবার হলে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগ দেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ধানমন্ডি-৩২ এ নেতাকর্মীদের উপচে পড়া ভীড়
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর শেষে নেতাকর্মীদের উপচে পড় ভীড় লক্ষ্য করা যায়। বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানাতে ঢাকার বিভিন্ন এলাকা এবং ঢাকার বাইরে থেকে অনেক নেতাকর্মী এখানে আসেন। সকাল ৬টার মধ্যেই অগণিত মানুষের পদচারণায় ভরে ওঠে ৩২ নম্বর সড়ক। হাতে কালো ব্যানার ও বুকে কালোব্যাজ পরিধান করে নারী-পুরুষ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়।
সকলেই পরম শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনককে স্মরণ করেন। সকাল সাতটা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো শুরু করেন। শোকাবহ ভাবগাম্ভীর্যের মাঝেও জোরালো কন্ঠে উচ্চারিত হয় ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।’
এ সময় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ, কৃষকলীগ ও তাদের ঢাকা মহানগর নেতাকর্মীরা বঙ্গন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) এর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আইইবির সেমিনার কক্ষে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে গরীব ও দুস্থদের মাঝে আইইবির পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। এর আগে সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন আইইবির নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে প্রায় শতাধিক স্থানে গরীব অসহায়, এতিম-ছিন্নমূল শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) নির্বাচনী এলাকার এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা । বুধবার সকাল থেকে শতাধিক স্থানে তিনি শোক দিবসের আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল শেষে ধলপুর, সায়েদাবাদ, সুতিখালপাড়, কাজলা, ভাঙ্গাপ্রেস, ছনটেক, শনিরআখড়া, ধনিয়া একে স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, রায়েরবাগ, কোনাপাড়া, মুরগীরফাম মোর, ডগাইর বাজার, আলামিন রোর্ড, বড়ভাঙ্গা, হাজীনগর, স্টাফ কোয়াটার, সারুলিয়া, ডেমরাবাজারসহ প্রায় শতাধিক স্থানে খাবার বিতরণ করা হয়।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এই প্রার্থনা সভার আয়োজন হয়। প্রার্থনা সভায় বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বীর আসেন। প্রার্থনায় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। বিশেষ প্রার্থনা পাঠ করান সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত বাবু পরিতোষ । প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কৃমার উকিল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মিলন কান্তি দত্ত, সাধারন সম্পাদক বাবু নির্মল চ্যাটার্জি, যুব মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অপু উকিল প্রমুখ।
এছাড়া মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান ফোরাম ৭১, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, শেখ রাসেল শিশু সংসদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং মিলাদ-দোয়ার আয়োজন করে ও দুস্তদের খাবার বিতরণ করে। ঢাকা বিশ্ব^বিদ্যালয় টিএসসিতে আলোচনা করে। এছাড়া প্রত্যেক এলাকাতে আলোচনা, মিলাদ ও ভুরিভোজের আয়োজন করে আওয়ামী লীগ।
ঢাকার বাইরে প্রতিটি জেলা উপজেলায় আলোচনা ও মিলাদের আয়োজন করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে ৩৫টি গরু ও ৪৩টি খাসি দিয়ে মানবভোজের আয়জন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ আলী রাতুল ভোজের আয়োজন করেন।
সকাল থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ আয়োজন সম্পন্ন করা হয়। এছাড়া ভোরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোক র‌্যালী সম্পন্ন করা হয়। বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি এক যোগে দ্বীপের প্রতিটি ইউনিয়নে পালিত হয়। হাতিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ আলী রাতুল।
লক্ষীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল।
এদিন বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেকটিকে চেকের মাধ্যমে ৫ হাজার করে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।
পরে জেলা প্রশাসকের হলরুমে ২০১৭-১৮ অর্থ বছরের অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৫ লাখ ৬৫ হাজার টাকা চেকের মাধ্যমে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিতরণ করা হয়। দুস্থদের মাঝে খাবার বিতরণের জন্য ১২টি ইউনিয়ন ও জেলা পরিষদে ১টি করে মোট ১৩টি গরু বিতরণ করেন মন্ত্রী।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজানান, সামসুদ্দোহা, আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদসহ কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও পুলিশ সুপার নূরেআলম মিনা কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ ও মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত দিবসের অনুষ্ঠানে ডিআইজি মো : গোলাম ফারুক ও পুলিশ কমিশনার মাহবুবর রহমানসহ পুলিশ কর্মকর্তারা শরিক হন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এমডি প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার। বক্তব্য রাখেন প্রকৌশলী মনজুরুল হক, হোসাইন জিয়াউল হক, আনিছ উদ্দিন আহমদ, প্রমুখ। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন আজিজিয়া কাজেমী কমপ্লেক্সের (ট্রাস্ট) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আল কাদেরী, আল্লামা মোহাম্মদ শফিউল আলম নেজামী, মাওলানা মো: শফিউল আলম আজিজি, অধ্যাপক মাহফুজুল হক প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং অঙ্গ সংগঠনের পাশাপাশি নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।
রাজশাহী ব্যুরো জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন দিনভর নানা কর্মর্সূচি পালন করে। সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় কর্মসূচি। এছাড়া ৭ই মার্চের ভাষণ, র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, হিফজ প্রতিযোগিতা, মসজিদে আলোচনা সভা, হামদ-নাত পরিবেশন, মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে শোক দিকস পালিত হয়।
বগুড়া ব্যুরো জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের এক শোক র‌্যালি শহর প্রদক্ষিন করে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসন বিভাগের সকল, সকল উপজেলা ও পৌরসভা, সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে জাতীয় শোক দিবসের কর্মসুচি পালন করে।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।
লক্ষীপুর আঞ্চলিক জানায়, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল,পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু,সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, নরসিংদী জানান, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান , শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশী মঞ্জরুল আলম শরীফ সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
ভোলা জেলা সংবাদদাতা জানান, জেলাসহ বিভিন্ন উপজেলায় র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাক্ষনবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, এলজিআরডি মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সরকারি ও বেসরকারী দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ জানান, টুঙ্গিপাড়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং ৪০ হাজার মানুষকে আপ্যায়ন করানো হয়।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে জেলা প্রশাসক মো. হামিদুল হকের নেতৃত্বে শোক র‌্যালি ও স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত শোক র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড সামছুল আলম দুদুসহ প্রমুখ।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন মাদারীপুর জেলা প্রশাসন, আইনজীবি সমিতি, আওয়ামী লীগ। পরে জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আদালত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ থেকে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী
নাটোর জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ও তার পরিবার সম্পর্কে আলোচনায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুনসহ প্রমুখ।
নীলফামারী সংবাদদাতা জানান, জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে নীলফামারীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
পাবনা থেকে স্টাফ রিপোর্টার জানান, বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোক র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমসহ প্রমুখ। এছাড়া ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদর ও শ্রীবরদীর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ইউএনও সেঁজুতি ধর উপস্থিতিতে শোক দিবস পালিত হয়।
স্টাফ রিপোর্টার মাগুরা জানান, মাগুরা জেলা শহরসহ ৪ উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ,মিলাদ মাহফিল, অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলায় উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক এমপি। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।

বাকৃবি সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. মো আলী আকবর এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
কুবি সংবাদদাতা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কালো ব্যাজ ধারণ, র‌্যালি ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন, এম. রবিউল আউয়াল চৌধুরীসহ প্রমুখ।
শাবি সংবাদদাতা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালির ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ফরিদ উদ্দীন আহমদ।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মহাফিল, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে শোক র‌্যালি এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী অফিসার মো : শহিদুল্লাহ নেতৃত্বে নরসিংদীর মনোহরদীতে জাতীয় শোক দিবস পালন করা হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শরীফ আহমেদ, ইউএনও মোহাম্মদ রাশেদ।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী রামেশ্বরপুরের কামারচট্র বাটাতননেছা আলিম মাদরাসা উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন মাদাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, অধ্যক্ষ আব্দুল জলিলসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রমুখ।
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী অফিসার ডা: শামীম রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ।
আরিচা সংবাদদাতা জানান, শিবালয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শোক র‌্যালি বের করা হয়।
বামনা(বরগুনা)উপজেলা সংবাদদাতা জানান, বরগুনার বামনায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণ শেষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় শোক র‌্যালীতে সাংসদ এইচ,এম ইব্রাহিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম অংশগ্রহন করেন।
দাউদকান্দি উপজেলা সংবাদদাতা জানান, দাউদকান্দিতে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সুবিদ আলী ভূইয়ার নেতৃতে র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণসহ যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ধামরাই উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক।

হাতিয়া উপজেলা (নোয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
কয়রা (খুলনা) উপজেলা জানান, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুর মোড়ালে পু®পুস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালামসহ দলের নেতাকর্মীরা।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
নাঙ্গলকোট(কুমিল্লা)উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে কুমিল্লার নাঙ্গলকোটে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ইসলামপুরে শোক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
ভাংগা উপজেলা সংবাদদাতা জানান, শোক দিবসে ঢাকাস্থ ভাংগা যুব কল্যাণ সমিতির উদ্যেগে ভাংগা মুনসেফ কোর্ট প্রাঙ্গনে এক রক্ত দান কর্মসূচির উদ্ভোধন করেন ফরিদপুর ৪ আসনের সাংসদ (ভাংগা, সদরপুর, চরভদ্রাষন) মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ হাজার লোকের মেজবানের আয়োজন করেন সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী এ মেজবানের আয়োজন করেন।
বরুড়া উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়ায় ‘মোহনা একটি সাংস্কৃতিক আন্দোলন’ সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।



 

Show all comments
  • মাহবুব ১৬ আগস্ট, ২০১৮, ১:২৮ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন আমরা ব্যথিত,ক্ষুব্ধ,চিন্তিত ।১৯৫২+১৯৬৬+১৯৭০+১৯৭১+১৯৭৫সাল কৃতজ্ঞতা,এতিহ্য,গর্ব,কষ্ট,যন্ত্রণা,হতাশার মিশ্রনে অকপট চিত্তে ইতিবাচক ভাবে স্মরণ করি ।ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর সরল অথচ জ্ঞানগর্ভ,জ্বালাময়ী ভাষন সাড়ে ৭ কোটি মানবের প্রাণে শক্তির আবেগীয়করন সৃষ্টি করেছিল । ষড়য্ন্ত্র সবার বেলায়,সব সময় ,সব স্থানে অগ্রহনযোগ্য ।আন্যায়ের প্রতিবাদ ,গনতন্ত্র,নির্লোভ মানব প্রেম দীপ্তিতে উদ্ভাসিত বঙ্গবন্ধুর ভাষন। জাতি গঠনে তাঁর অবদান অনস্বীকার্য ।তিনি কোন দলের না,দেশের । অন্যায়ের বিরুদ্ধে লড়াই তাঁর শিক্ষা গ্রহন করি,কপটহীনভাবে,সংযত আবেগে,টেকসই উন্নয়নে,ঐক্যবদ্ধ জাতি বির্নিমানে,খায়েশ মুক্ত মানবপ্রেম সাথে নিয়ে ।
    Total Reply(0) Reply
  • পাবেল ১৬ আগস্ট, ২০১৮, ৩:০৪ পিএম says : 0
    বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য যারা সেদিন শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
    Total Reply(0) Reply
  • জাহিদ ১৬ আগস্ট, ২০১৮, ৩:০৪ পিএম says : 1
    বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ