Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত

ভেঙে গেল ১০ সিন্ডিকেটের মনোপলি ব্যবসা

শামসুল ইসলাম | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

মালয়েশিয়ায় প্রতিযোগিতামূলক ভাবে কর্মী প্রেরণে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সিগুলোকে সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটি প্রধানমন্ত্রী তুন ড. মাহথির মোহাম্মদ। দেশটিতে জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী প্রেরণে দশ সিন্ডিকেটের মনোপলি ব্যবসা ভেঙ্গে দেয়ার মূল উদ্দেশ্যেই মালয়েশিয়ার পুত্রাজায়ায় গতকাল এক প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী তুন ড. মাহথির মোহাম্মদ এ ঘোষণা দেন। দশ এজেন্ট বাংলাদেশ থেকে যে পদ্ধতিতে কর্মী এনেছে তা’ আর থাকছে না। দশ এজেন্ট কর্মী প্রেরণে মনোপলি ব্যবসা করেছে। তারা কর্মী প্রেরণে জনপ্রতি ২০ হাজার রিংগিট পর্যন্ত নিয়েছে। বাংলাদেশসহ সকল সোর্স কান্ট্রি থেকে এক পদ্ধতিই কর্মী আনা হবে। প্রেস কনফারেন্সে ড. মাহথির মোহাম্মদ বলেন, “আমরা বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্টদের খোলার বিষয়ে দেশটি সরকারের সাথে আলোচনা করতে চাই। যাতে যারা মালয়েশিয়ায় আসতে চায় এমন ব্যক্তিদের আবেদন প্রক্রিয়া করতে সুযোগ দেয়। মালয়েশিয়া থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। বায়রার সাবেক মহাসচিব মনছুর আহমদ কালাম রাতে ইনকিলাবকে বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ড. মাহথির মোহাম্মদ দশ সিন্ডিকেটের পরিবর্তে গতকাল মালয়েশিয়ার পুত্রাজায়ায় বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সিকে প্রতিযোগিতামূলক কর্মী প্রেরণের সুযোগ দেয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশী কর্মীর চাহিদা রয়েছে। কিন্ত দশ সিন্ডিকেট চক্র প্রায় ১৪ শ বৈধ রিক্রুটিং এজেন্সি’র রুটি-রুজি কেঁড়ে নিয়েছে। তিনি সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টির ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদকে আন্তরিক শুভেচ্ছ ও অভিনন্দন জানান।
বিএমই’িটর সূত্র জানায়, জি টু জি প্লাস প্রক্রিয়ায় ২০১৭ সনের ৮ মার্চ থেকে গত ৭ আগষ্ট পর্যন্ত দশ সিন্ডিকেট বাংলাদেশ থেকে সর্বোচ্চ অভিবাসন ব্যয়ে ১ লাখ ৯৪ হাজার ৯শ’৬৯ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছে। প্রথমে মাত্র ৩৮ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রতিশ্রæতি দেয়া হয়ছিল। কিন্ত দালাল চক্রে একাধিক হাত বদল হয়ে এসব কর্মীদের কাছ থেকে জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের স্বাস্থ পরীক্ষার নামেও মেডিকেল সেন্টারগুলো প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। জি টু জি প্লাসের মাধ্যমে আরো প্রায় ৫০ হাজার কর্মী প্রেরণে প্রক্রিয়াধীন রয়েছে। দশ এন্টের মধ্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি কর্মী পাঠিয়েছে দেশটিতে (২৭৭০৬)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ই¯্রাফিল আলম এমপি সম্প্রতি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে একটি টিভি চ্যানেলে বলেছেন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগে উভয় দেশের সিন্ডিকেট চক্র প্রায় ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। একজন কর্মীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা নেয়া হয়েছে। কর্মী প্রেরণে মালয়েশিয়ার সিন্ডিকেট জড়িত না থাকলে একটি সেন্ডিং কান্ট্রি (বাংলাদেশ) থেকে কেন দশ সিন্ডিকেটের মাধ্যমে কর্মীতে বাধ্য করবে। ই¯্রাফিল আলম এমপি বলেন, মালয়েশিয়ার নতুন সরকার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছেন।
পুত্রাজায়ায় প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ বলেন, ১০ টি রি-হায়ারিং এজেন্টের একনায়কতন্ত্র ভেঙ্গে যাওয়ার উদ্যোগটি আগেই করা হয়েছিল। মালয়েশিয়ার পূর্বের সরকার শুধুমাত্র ১০ টি রি-হায়ারিং এজেন্ট প্রক্রিয়া স্থির করেছিল যে, এটি একটি একচেটিয়া ব্যবসায় পরিণত হয়েছিল এবং কখনও কখনও তারা উচ্চতর ফি আদায় করেছে। তাই আমরা বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্টকে কর্মী প্রেরণে প্রতিযোগিতা করার অনুমতি দিচ্ছি। তিনি আরও বলেন, পুত্রাজায়ায় একক পদ্ধতিতে বিভিন্ন সোর্স কান্ট্রি থেকে বিদেশী কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া একত্রিত করা হবে।
তিনি বলেন, “আমরা একক ব্যবস্থায় কর্মী নিয়োগের উদ্যোগ নিবো । ড. মাহাথির মোহাম্মদ আরো বলেন, ভবিষ্যতে বিদেশী শ্রমিক-সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার জন্য সরকার একটি স্বাধীন কমিটি গঠন করবে। “আমরা একটি স্বাধীন কমিটি গঠন করতে যাচ্ছি যা প্রাক্তন বিচারপতি বা সাবেক সচিব জেনারেলের মতো উচ্চপদস্থ্য ব্যক্তি সিভিল সার্ভিসের সভাপতিত্ব করবে। গঠিত কমিটি বিদেশী শ্রমিকদের বাজার পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারবে। নানা কারণে বিদেশী কর্মীরা আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে। কুয়ালালামপুর থেকে ভেস্ট-মার্কেটিং এসডিএন বিএইচডি’র ম্যানেজিং পার্টনার প্রবাসী ব্যবসায়ী রুহুল আমিন ইনকিলাবকে বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গতকাল বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সিকে জনশক্তি রফতানির সুযোগ দেয়ায় স্থানীয় নিয়োগকর্তা ও প্রবাসী ব্যবসায়ীদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। তিনি মালয়েশিয়া সরকারের এই নতুন সিদ্ধান্তে বাস্তবায়নে বাংলাদেশ সরকারকেও এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

 



 

Show all comments
  • Humyun Kabir ১৫ আগস্ট, ২০১৮, ৩:৫৪ এএম says : 0
    very good news for us
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ