পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) করদাতাদের নিট সম্পদের ক্ষেত্রে তিন কোটি টাকা পর্যন্ত শূন্য সারচার্জ চায়। গত রোববার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। আলোচনায় এমসিসিআইর পক্ষ থেকে বলা হয়, বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা এবং মহিলা করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা করা প্রস্তাব দেয়া হয়। এছাড়া বর্তমানে ব্যক্তি-শ্রেণীর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ। এটি কমিয়ে আগের মতো ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়। আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়। এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনায় তিনি বলেন, বিদ্যমান আইনে ব্যক্তি-শ্রেণী করদাতাগণকে নিট সম্পদেরভিত্তিতে বিভিন্ন হারে সারচার্জ প্রদান করতে হয়। যা অযৌক্তিক মনে হয়। তাই যৌক্তিক করার লক্ষ্যে ৩ কোটি টাকা পর্যন্ত সম্পদের সারচার্জ শূন্য রাখার প্রস্তাব করছি। এছাড়া তিন কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সম্পদের ক্ষেত্রে ৫ শতাংশ, ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ, ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ১০ শতাংশ, ২০ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ১২ দশমিক ৫ শতাংশ এবং ৩০ কোটি টাকার পরে ১৫ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।