Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রমিক সংঘ নিয়ে এখনো সমস্যায় পড়তে হয় পোশাক কারখানাগুলোতে

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দেশের তৈরি পোশাক খাতের কারখানাগুলোতে এখনো শ্রমিক সংঘ নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। মাঠপর্যায়ে ট্রেড ইউনিয়ন করতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। এছাড়া শ্রমিক সংঘ করতে শ্রমবিধিতেও কিছু আইনি জটিলতা আছে। দেশের শ্রমিক নেতারা সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে খোলামেলা আলোচনায় এ কথা বলেছেন। তারা বলেছেন, তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করতে শ্রমিকরা এখনো নানামুখী বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি ছোটখাটো কারণ দেখিয়ে ট্রেড ইউনিয়নের আবেদন বাতিল করা হচ্ছে। অনুমোদনের দায়িত্বে থাকা শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা মালিকপক্ষের সামনে শ্রমিকদের ডেকে ট্রেড ইউনিয়ন করতে চায় কিনা তা জিজ্ঞেস করছেন। আবার ট্রেড ইউনিয়নের আবেদনের নেতৃত্বদানকারীদের ভয়ভীতি দেখানো ও চাকরিচ্যুত করার অভিযোগসহ নানা বিষয়ে দেশের শ্রমিক নেতারা সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের নজরে আনেন। রাজধানীর গুলশানে আইএলওর আঞ্চলিক কার্যালয়ে সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করলে তারা এসব জানান। বাংলাদেশে শ্রমিক নিরাপত্তা ও অধিকার পরিস্থিতি সরেজমিন জানতে গত রোববার ঢাকায় এসেছে আইএলওর উচ্চক্ষমতা সম্পন্ন একটি ত্রিপক্ষীয় মিশন। আইএলওর পরিচালক পর্ষদের সর্বোচ্চ মিশন এটি। সংস্থার পাঁচ সদস্যের তিন দিনের সফরে নেতৃত্ব দিচ্ছেন এলিজাবেথ অনুকো। তারা সরকারের একাধিক মন্ত্রী, এমপ্লয়ার্স ফেডারেশন এবং পোশাকের বাইরের অন্যান্য খাতের শ্রমিক নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। পোশাক খাতের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল হক আমিন, বাবুল আক্তার, সিরাজুল ইসলাম রনি প্রমুখ। শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি জানান, তারা এ খাতের শ্রমিক অধিকার-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মিশনের নজরে এনেছেন। বিশেষ করে কারখানায় শ্রমিক ইউনিয়ন গঠন-সংক্রান্ত হয়রানি ট্রেড ইউনিয়নের নিবন্ধন পেতে জটিলতার কথা তুলে ধরা হয়। শ্রম বিধিমালায় শ্রমিকদের সংগঠন করার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনসহ সব ধরনের হয়রানি বন্ধে আইএলওর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এর আগে গত রোববার এমপ্লয়ার্স ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছে আইএলও মিশন। বৈঠকে পোশাক খাতের তিন সংগঠনের নেতারা মিশনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বৈঠকে বিজিএমইএর নেতৃত্ব দেন পরিচালক এ এন এম সাইফুদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক সংঘ নিয়ে এখনো সমস্যায় পড়তে হয় পোশাক কারখানাগুলোতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ