Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুর-রংপুর রেলপথে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল চালু

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর শহরের পার্শ্ববর্তী সুন্দরীপাড়া রেলগেটের ডিভাইডার ভেঙ্গে একটি পাথর বোঝাই ট্রাক রেল লাইনের ওপর ওঠে গেলে পার্বতীপুর রংপুর রেলপথে ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পাথর সরানোর পর আজ দুপুর ১২টার দিকে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, পঞ্চগড় থেকে নুড়ি পাথর নিয়ে একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে গতকাল রোববার রাত ৩টার দিকে ঘন কুয়াশার মধ্যে ট্রাকটির সাথে সুন্দরীপাড়া রেলগেটের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটির পেছনের অংশ ভেঙে পার্বতীপুর-রংপুর রেল লাইনের ওপর পড়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ের উদ্ধার কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পাথর উদ্ধারের কাজ শুরু করে। পরে দুপুর ১২ টার দিকে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময়ের মধ্যে এ রেলপথে পার্বতীপুর ও শান্তাহরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর দোলনচাঁপা, পার্বতীপুর-লালমনিহাট ও বুড়িমারির মধ্যে চলাচলকারী কম্পিউটার ও ডেম্যুসহ ৫টি ট্রেন যাত্রাবিরতি করতে বাধ্য হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ