Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘এক সময়ের খাদ্য ঘাটতি ও জঙ্গিবাদের দেশ বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে’ -স্বরাষ্ট্রমন্ত্রী

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ৭:১৯ পিএম

কুমিল্লার বুড়িচং থানা কাম ব্যারাকের নতুন ভবন উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন-
এক সময়ের খাদ্য ঘাটতির দেশ ও জঙ্গিবাদের আস্তানা হিসেবে বাংলাদেশ বিশে^র দরবারে পরিচিত ছিল। কিন্তু বর্তমান সরকার শেখ হাসিনার সরকার বিগত প্রায় ৯ বছরে বাংলাদেশকে বিশে^র দরবারে উন্নত দেশ হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে। মানুষের মাথা পিছু আয় বৃদ্ধিসহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সারা বাংলাদেশে ১০১ টি বহুতল থানা কাম ব্যারাক ভবন নির্মাণাধীন রয়েছে যা অচিরেই উদ্বোধন করা হবে।
তিনি গতকাল ১১ আগস্ট বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে বুড়িচং থানা কমপ্লেক্স চত্বরে নতুন থানা কাম ব্যারাক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন কালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজর মীর। কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন বিপিএম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ আমির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হাশেম খান, কুমিল্লা (দ:) জেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ময়নামতি ইউপির সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া আফরিন, বুড়িচং উপজেলা আওয়ামীলীগ নেতা এড. রেজাউল করিম খোকন, আওয়ামীলীগ নেতা আবদুর রহমান রব চেয়ারম্যান, আ: রশীদ, মো. সিরাজুল ইসলাম চেয়ারম্যান, চেয়ারম্যান ফজলুল হক মুন্সী, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আ: হক মাস্টার, চেয়ারম্যান আ: করিম ঠিকাদার, আলহাজ¦ আবু তাহের, চেয়ারম্যান মো. মোস্তফা, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, চেয়ারম্যান শাহ কামাল, ইঞ্জিনিয়ার আল-আমিন, আবুল কাশেম মাস্টার, সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, মো. শাহআলম মেম্বার, মো. মিজানুর রহমান, শাহজাদা আহম্মেদ রনি, ওমর ফারুক, হাজী আ: রশীদ, মো. ওবায়দুল হক লিটন, যুবলীগ নেতা মো. কামাল হোসেন, মো. আবদুর রশীদ পেপার, অব: সৈনিক দেলোয়ার হোসেন, নাসির উদ্দীন, উপজেলা যুবলীগ নেতা মো. মাহবুবুর রহমান, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী বিল্লাল হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বুড়িচং উপজেলা শাখা কমিটির আহবায়ক মো. বিল্লাল হোসেন, এড. আবদুল আলীম, মো. আবুল হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রাতুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন, সেক্রেটারী ইঞ্জি. বাছির খান, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহাম্মদ ইমন, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন, কাইয়ুম, দুলাল, কামাল হোসেনসহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধী সমাজের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ