বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : জেলার সেনবাগে ২০১৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের সময় নাশকতা ও ককটেল বিস্ফোরণের মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর ১টায় নোয়াখালীর সেনবাগ-চাটখিল ৪নং আমলি আদালতে (বিচারিক ম্যাজিস্ট্রেট) আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন ইকবাল আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির সাত নেতাকর্মী সোমবার দুপুরে জামিন আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত শুনানির পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ নভেম্বর ২০ দলীয় জোটের সিপাহী বিপ্লবের সময় ককটেল ও নাশকতার দায়ে এই সাতজনের বিরুদ্ধে এসআই মধু সুধন বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।