বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রীকে কটুক্তি করে সাভারের স্থানীয় দৈনিক ফুলকি পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সংবাদ ভাইরাল করায় বৃহস্পতিবার গভীর রাতে সাভার প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযু্ক্িত (আইসিটি) আইনে মামলা করা হয়েছে।
তবে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট দেওয়ার পর থেকে ছাত্রলীগের কড়া বিবৃতি ও বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পর সেটি অনলাইন থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।’
পুলিশ জানান, সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাভার প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবকে আসামি করা হয়েছে। আইসিটি আইনের ৫৭(২) ধারায় মামলাটি করা হয়েছে।’
দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব জানান, দৈনিক ফুলকি অনলাইন ভার্সনে গত সোমবার আমাদের এক নবীন সহকর্মীর অসাবধানতা বশতঃ অন্য একটি লিঙ্ক থেকে অনাকাঙ্কিত শিরোনামে একটি সংবাদ আপলোড করেছিল। বিষয়টির সাথে কোনমতে আমরা একমত নই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা শ্রদ্ধাশীল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অনলাইন থেকে সাথে সাথে পোস্টটি ডিলেট করে দেই। আমাদের এ অসাবধানতা ও অনাকাঙ্কিত ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আইসিটি আইনের ৫৭(২) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।