বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক পরিবহন আইন ২০১৮ মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদন হওয়ায় বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের দাবী অনুযায়ী একটি আধুনিক ও সময়োপযোগী সড়ক পরিবহন আইনের চূড়ান্ত খসড়া প্রণয়ন করে দেওয়ায় তারা আইনমন্ত্রী আনিসুল হককেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বুধবার কসবা পৌর এলাকার ৪টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসার কমপক্ষে পাঁচ হাজার শিক্ষার্থী এ আনন্দ মিছিলে অংশ নেয়। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা পৌর উচ্চ বিদ্যালয় ও কসবা মহিলা মাদ্রাসা থেকে কয়েক হাজার শিক্ষার্থী কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে জমতে থাকে। সেখান থেকে বেলা ১০টায় কমপক্ষে ৫ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কসবা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কসবা আদর্শ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এদিকে নিরাপদ সড়ক সম্পর্কিত সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন আখাউড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আখাউড়া টেকনিক্যাল আলিম মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ র্যালি বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।