Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্দ্বীপ চ্যানেলে গমবাহী লাইটারেজ জাহাজডুবি ১৪ নাবিক জীবিত উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের অদূরে দ্’ুটি নৌযানের সংঘর্ষে গম বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতকাল (মঙ্গলবার) ভোর রাতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব নৌসীমা থেকে ৫ নটিক্যাল মাইল দূরে ‘এমভি পাটগাটি-২’ নামক লাইটারেজ জাহাজটি ডুবে যায় বলে বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়। ওই জাহাজের ১৪ জন নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
শিপিং সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল থেকে ১১শ’ মেট্রিক টন আমদানিকৃত গম লাইটারিং খালাস করে উক্ত লাইটারেজ জাহাজটি নারায়ণগঞ্জে রওনা হয়। পথিমধ্যে ‘এমভি আবদুল্লাহ আসিফ-১০’ নামে অপর একটি লাইটারেজ জাহাজ ভোররাতে বহির্নোঙরের অদূরে স›দ্বীপ চ্যানেলে ‘পাটগাটি-২’ লাইটারেজ জাহাজটিকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ‘পাটগাটি-২-এর তলা ফুটো হয়ে জাহাজটি ক্রমেই উত্তাল সাগরে গম সমেত ডুবে যায়।
পরে লাইটার জাহাজের ১৪ জন নাবিককে আশপাশে থাকা অন্যান্য লাইটারেজ ও ট্রলারযোগে এবং নৌবাহিনীর জাহাজ এসে সকালের মধ্যেই উদ্ধার করে তীরে নিয়ে আসে। জাহাজডুবির ঘটনাস্থল বহির্নোঙরের বাইরে হওয়ায় চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না বলে বন্দর সূত্র জানায়।এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে সাগর-উপকূল উত্তাল রয়েছে। চট্টগ্রামসহ সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ