Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বেনাপোলে ডলারসহ ভারতীয় মূদ্রা পাচারকারী আটক
বেনাপোল অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৪০ হাজার মার্কিন ডলারসহ এসকে জিশান (৩০) নামে ভারতীয় এক মূদ্রা পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক জিশান কোলকাতা শহরের ইকবালপুর এলাকার এস কে মোশাররফ হোসেনের ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা আর ও ছবি রানি দও জানান, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্যাসেঞ্জার টার্মিনালে অভিযান চালিয়ে জিশানের ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার মার্কিন ডলারসহ মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয। আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
পটুয়াখালী জেলা সংবাদদাতা : নানা বাড়ি বেড়াতে এসে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল-ল²ীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে হৃদয় (৪) ও একই জেলার রামগতির আলেক জান্ডার গ্রামের আশ্রাব হাওলাদারের মেয়ে আসমা (৫)। তারা চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠিতে এক লাখ টাকা চাঁদাদাবির ঘটনায় ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন এক ব্যবসায়ী। পুলিশের সঙ্গে সখ্যতা থাকায় নথুল্লাবাদ ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হচ্ছে না। গতকাল ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলার বাড়ৈগাতি গ্রামের ব্যবসায়ী ইছাহাক তালুকদার এ অভিযোগ করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য খলিলুর রহমান মিন্টুর সেলফোনে কল করা হলেও তিনি কল গ্রহণ করেননি।

দেশে ফিরল ৪ কিশোর
হিলি সংবাদদাতা : ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কিশোর শোধনাগারে বাংলাদেশি চার কিশোর আটক থাকার পর গতকাল মঙ্গলবার তারা হিলি সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। এদিকে ভারতের হোম কর্তৃপক্ষ জানায়, তাদের ওই কিশোর শোধনাগারে আরো বাংলাদেশি কিশোর এখনো আটক রয়েছে।
সীমান্তের বিজিবি, বিএসএফ ও দু’দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ চার কিশোরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন হিলি ইমিগ্রেশন পুলিশ।

কয়লাখনি এলাকায় বিক্ষোভ
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : বড় পুকুরিয়া কয়লাখনির কয়লা কেলেঙ্কারির ঘটনায় কোম্পানির সচিবসহ নিরপরাধ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খনি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে খনির কনভেয়ার বেল্টের নিচে আরিফুল ইসলাম সুমনের নেতৃত্বে এলাকাবাসী বড়পুকুরিয়া কয়লাখনির কোম্পানির সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ নিরপরাধ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসী, ব্যবসায়ীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

কবর থেকে চার কঙ্কাল চুরি
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কবর থেকে চারটি কঙ্কাল চুরি হয়ে গেছে। জানা যায়, অজ্ঞাত একদল চোর গত সোমবার ভোর রাতে উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া ও ঘাগড়া প্রধানপাড়া পারিবারিক কবর স্থান থেকে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

মোটরসাইকেল চোর গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী)উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে একাধিক চুরি মামলার আসামী আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা জাহেদুল ইসলাম শুভ ওরফে তালাকাটা বকুলকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল শহরের গোলাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ