পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট আজ সকাল থেকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল এ সিদ্ধান্ত নেয় বাস মালিকদের এ সংগঠনটি।
এর অগে রোববার বাসের অগ্রিম টিকিট দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন দূর পাল্লার বাস বন্ধ থাকায় টিকিট বিক্রির সিদ্ধান্ত স্থগিত করা হয়। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার গণমাধ্যমকে জানান, আগে থেকেই রোববার থেকে বাসের টিকিট দেয়ার কথা ছিল। কিছু কিছু পরিবহন বাসের টিকিট দেয়া শুরুও করেছিল।
তবে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে দূর পাল্লার বাস বন্ধ থাকায় ওই দিন বাসের তা স্থগিত করা হয়। মঙ্গলবার (আজ) সকালে বাসের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। আজ ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে। আর ঈদ শেষে ফিরতি অগ্রিম টিকিট দেয়ার তারিখ পরে জানানো হবে।####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।