Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে যাত্রী মো: জাহেদ হোসেনকে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৬ কেজি এবং বাজারদর প্রায় সোয়া ছয় কোটি টাকা। গতকাল রোববার সকালে ওমানের রাজধানী মাস্কট থেকে শাহ আমানতে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিএস ৩২২। তার গতিবিধি সন্দেহজনক হলে কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তার মোবাইল ফোনের ভেতরে একটি এবং ব্যাগে কালো টেপে মোড়ানো আরও ১৩৫টি স্বর্ণের বার পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক আবু হানিফ মোঃ আব্দুল আহাদ। তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল তার ব্যাগেই স্বর্ণের বার আসছে। গ্রেফতার জাহেদ হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়নের মৃত জামাল আহমেদের পুত্র। তার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ