Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষার্থীদের রাস্তায় নামা প্রতিহত করতে হবে প্রতিষ্ঠান প্রধানকে -শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ৮:১৩ পিএম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সোমবার থেকে শিক্ষার্থীদের রাস্তায় নামা প্রতিহত করতে হবে প্রতিষ্ঠান প্রধানকে। যারা করতে পারবেন না, তাদের জবাবদিহি করতে হবে। আর এটা করতে হবে ধমক নয়, স্নেহ ভালবাসা দিয়ে।

রোববার রাজধানীর কাকরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২৪২টি সরকারি বেসরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষ, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষকদের সঙ্গে আলাদা মতবিনিময়কালে এসব বক্তব্য ও পরামর্শ উঠে আসে।

কলেজ অধ্যক্ষদের সঙ্গে মন্ত্রীর এ জরুরি বৈঠকটি ৩টা ১০ মিনিটে শুরু হয়ে ৬টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। দেড় শতাধিক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, আর সাড়ে ৫’শ মাধ্যমিক স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ