Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচনে জনগণকে নিয়ে সরকারকে বাধ্য করা হবে-সংবাদ সম্মেলনে ড. কামাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

জনগণকে ঐক্যবদ্ধ করে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ব্যারিস্টার ড. কামাল হোসেন। গতকাল রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্সে দলের বর্ধিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়নি। অথচ বর্তমান আওয়ামী লীগ অবাধ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। আমাদের খুবই আশঙ্কা হচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে না। তাই ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করতে হবে।
কামাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। ছাত্রদের দাবির প্রতি আমাদের ১৬ আনা সমর্থন আছে। তিনি বলেন, স্কুলের ছাত্রদের আন্দোলন দেখে বঙ্গবন্ধুর আমলের ছাত্রদের আন্দোলনের মতো মনে হচ্ছে। নির্বাচন কমিশনের ভ’মিকা নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকা হতে হয় বিচারকের। কিন্তু নির্বাচন কমিশন সাক্ষী গোপালের ভূমিকা পালন করছে। এই নির্বাচন কমিশনকে মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশনারদের ভদ্রলোক মনে করেছিলাম। কিন্তু তাদের কাজে সেটি প্রমাণিত হয়নি। এ কমিশনের অধীনে আগামীতে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি জানান।
গণফোরাম সভাপতি দলের রাজনৈতিক প্রস্তাব বক্ত করতে গিলে লিখিত বক্তব্যে বলেন, দেশে এখন মতপ্রকাশের স্বাধীনতা নেই। ভিন্নমতের কাউকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতা জনগণের। অথচ এই আওয়ামী লীগ তা ভুলে গেছে। বর্তমান আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক নয়। আমরাও এক সময় আওয়ামী লীগ করেছি। তাই আজকের এই আওয়ামী লীগকে দেখে লজ্জা পাচ্ছি। তিনি বলেন, এই ছাত্রলীগ আর আওয়ামী লীগকে দেখে যে কেউ লজ্জা পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. কামাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ