Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈত্যপ্রবাহ আরও ছড়িয়েছে : গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের বেশিরভাগ এলাকায়। হিমেল কনকনে হাওয়ার সাথে পড়ছে মাঝারি থেকে ঘন কুয়াশা। এতে করে স্বাভাবিক জীবনযাত্রায় বেড়েছে দুর্ভোগ। বৃদ্ধ ও শিশুদের কষ্ট পোহাতে হচ্ছে বেশি। দিনে এনে দিনে খাওয়া দরিদ্র লোকজনদের আয়-রোজগারের ক্ষেত্রে দুর্ভোগ বেড়ে গেছে। এদিকে আজ সোমবার বর্তমান শীত মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গোপালগঞ্জে ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫, ফরিদপুরে ৬.১, চট্টগ্রামের সীতাকুণ্ডে ও শ্রীমঙ্গলে ৮.৭, রাজশাহীতে ৭.৬, রংপুরে ৮.৮, খুলনায় ৮.২. বরিশালে ৭.৬, যশোরে ৬.৮ ডিগ্রি সে.। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা ১/২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ শীতের প্রকোপ কমে আসতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ