পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোরের দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ওসাংবাদিক রেবা রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার ছয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হৃদরোগের কারণে গত বৃহস্পতিবার রেবা রহমানকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে ওই রাতেই নেওয়া হয় খুলনার ফরটিস এসকর্টস হাসপাতালে। পরে আবার তাকে আনা হয় যশোরে। আজ শনিবার বিকেলে জেনারেল হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। রেবা রহমান দৈনিক ইনকিলাব যশোর অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতার স্ত্রী। প্রেসক্লাব ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্যও ছিলেন রেবা।
তার ইন্তেকালে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইনকিলাব ইউনিটের সদস্যবৃন্দ গতকাল তাৎক্ষণিক এক শোকসভায় মিলিত হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।