Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার প্রশাসনে প্রযুক্তিগত পরিবর্তন আসবে-প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমাদের বিচার ব্যবস্থায় বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, প্রযুক্তির কারণে বিশ্বে অনেক পরিবর্তন হচ্ছে। ভবিষ্যতে বিচার প্রশাসনেও প্রযুক্তিগত অনেক মৌলিক পরিবর্তন আসবে। শিশু আদালতের জন্য ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চিলড্রেন রাইটস। 

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমি মনে করি, ডিজিটাল ড্যাশবোর্ড শিশু আদালতের বিচারকদের কর্মক্ষমতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এটি শিশু আদালতের মামলা জট কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রধান বিচারপতি বলেন, শিশু আদালতে সারাদেশে বর্তমানে ২১ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। শিশু আদালতের বিচারকরা নিয়মিত আদালতের কাজের চাপে ভারাক্রান্ত থাকেন। মনে রাখতে হবে, শিশু আদালতের মামলার বিচার প্রক্রিয়ায় ধীরগতি পৃথকভাবে ক্ষতির কারণ হতে পারে।
তিনি বলেন, শিশু আদালতের বিচারে ধীরগতির কারণ চিহ্নিত করা এবং মামলা জট নিরসনের কার্যকর উপায় বের করার পাশাপাশি শিশু আদালতের বিচার ব্যবস্থাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। শিশু আদালতের বিচারে অবশ্যই ঘরোয়া ও অনানুষ্ঠানিক পদ্ধতি অবলম্বন করতে হবে। শিশু আদালতে আসামি হয়ে আসা একটি শিশুর বিচারের সময় অবশ্যই তার সামাজিক ও মানসিক বিকাশের বিষয়টিও মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চিলড্রেন রাইটসের চেয়ারপারসন বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডওয়ার্ড বেগবেডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ