পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে অনলাইন নিউজপোর্টাল প্রিয়.কমের এক সাংবাদিককে মারধর ও পোর্টালটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা ৬টার পর একদল যুবক এ হামলা চালায়।
পোর্টালটির সাংবাদিকরা অভিযোগে জানান, নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে আসছে। গতকালও বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যার আগে একদল যুবক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন প্রিয়.কমের সাংবাদিক প্রদীপ দাস সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে দুর্বৃত্তরা তার ওপরেও চড়াও হয়ে হামলা ও মারধর করে। এ সময়ে হামলাকারীরা প্রিয়.কমের কার্যালয়ে ঢুকতে গেলে তাদের বাধা ও গেইট বন্ধ করে দেওয়া হয়। পরে হামলাকারীরা কার্যালয়ের বাইরের গøাস ভাংচুর করে পালিয়ে যায়।
পোর্টালটির রিপোর্টার জনী অভিযোগে জানান, বিষয়টি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানাকে অবহিত করা হলেও তিন ঘন্টার মধ্যে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে ওসি আবদুল লতিফ জানান, তারা হামলার খবর পেয়ে এসআই আনোয়ার শিকদারকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা না পেয়ে ফিরে আসেন। তবে জনী জানান, পুলিশের কোন সদস্যা তাদের অফিসে যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।