Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের দাবি মেনে নিন সমাবেশে জাগপা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

দেশের প্রভাবশালী মন্ত্রীদের বিভিন্ন বক্তব্য প্রমাণ করে সড়কে আবারো গণহত্যার পরিকল্পনা হচ্ছে। সুতরাং সড়কে গাড়ি চাপায় পিষ্ট করে মেধা খুন করবেন না। কোমলমতি শিক্ষার্থীদের দাবি মেনে নিন। অন্যথায় পরিশেষে সরকারের পরাজয় হবে এবং বিজয়ের মালা ছাত্র-জনতাই পরবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই আইন বাস্তবায়ন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশে জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ এ কথা বলেন।
পরিবহন খাতে ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন। লাইসেন্সবিহীন গাড়ি উচ্ছেদ, অদক্ষ চালকের জেল-জরিমানাসহ কঠোর আইন বাস্তবায়নের দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, খুনের বদলে অনুদান বা আর্থিক সহায়তা দিয়ে মেধা এবং আমার ভাই-বোনদের ফিরে পাওয়া যাবে না। অতএব, নিরাপদ সড়ক চাই আইন বাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দুঃসাহসী মেধা শক্তির কার্যক্রম দেখে প্রমাণ হলো সরকার ও রাষ্ট্র পুরোটাই অকার্যকর। সুতরাং সরকারের পদত্যাগ করা উচিত।
জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ধোকা দিয়ে মিথ্যা আশ্বাসের মাধ্যমে নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আশ্বাস এখন অবিশ্বাসে পরিণত হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা সরকারকে বিশ্বাস করতে পারছে না। নেতৃবৃন্দ অবিলম্বে নিরাপদ সড়ক চাই আইন বাস্তবায়নে দ্রুত এর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি জীবন আহমেদ অভি, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, মনির হোসেন জীবন, মোহাম্মদ আলী, আজিমুল হক মানিক, আবু হাসান মাসুদ, আহমেদ শফি, সাইদুল ইসলাম রাজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ