Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোটদের কাছ থেকেও বড়দের অনেক শেখার আছে- তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ৬:৫১ পিএম

গণপরিবহনের অনিয়ম দেখিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের সুপার হিরোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসম্ভবকে কীভাবে সম্ভব করতে হয়। ছোটদের কাছ থেকেও বড়দের অনেক শেখার আছে। ছোটমনিরা সুপার হিরো তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই শিক্ষার্থীদের নয় দফা সরকার মেনে নিয়েছে। তাদের সকল দাবী দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে, কেননা বাকী কাজটুকু সরকার করবে। তোমরা যে পথ দেখিয়েছো সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।

ইনু বলেন, নিরাপদ সড়ক আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন না, বা সরকার বিরোধী আন্দোলনও নয়। ছোট মণিদের প্রশংসনীয় কাজটা সরকার আমলে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু ছোট মণিদের পক্ষেই আছে, সেহেতু তারা এ কয়দিন শান্তিতে তারা রাস্তায় আছে। দুর্ঘটনা প্রবণ এলাকায় গতিরোধক, ফুটওভার সেতু, আন্ডারপাস তৈরি করার জন্য সেনাবাহিনীকে তড়িৎ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

বিএনপির সরকারের পদত্যাগ দাবী প্রসঙ্গে ইনু বলেন, এই ঘটনা একজন ড্রাইভার ঘটিয়েছে। এর সাথে সরকারের কোন হাত নেই। সরকার প্রথম দিনেই এর প্রদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই ড্রাইভার গ্রেফতার হয়েছে। সূতরাং সরকারের পদত্যাগের কোন প্রশ্নই ওঠেনা।

যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোঠা সংস্কারের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে তারা দেশের শান্তি চায়না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বিএনপিসহ যারা এই বিষয়ে নাক গলানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে সূতরাং নাক গলিয়ে লাভ হবে না।



 

Show all comments
  • Nannu chowhan ৩ আগস্ট, ২০১৮, ৮:০১ পিএম says : 0
    Eai durghotona chalok ghotaise,kinto driver license garir kagoj potro eai guli todaroki hochse kina ta dekhar daitto ki shorkarer noy? Satrora jokhon kagoj potro dekhte gelo dekha gelo,montri mp shorkari beshorkari gari polish bdr beshorkari gari emonki sc bicharpotir garir kagoj driverer license porjjonto nai......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ