Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিচারকারীদের পতন চাই : মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের উপর জুলুম নির্যাতনে আইয়ুব খান আর শেখ হাসিনার মধ্যে কোন তফাৎ নেই। ’৬৯ এ আইয়ুব খান ছাত্রদের ওপর দেশের জনগণের উপর যে অবস্থা করেছিল; বর্তমান শেখ হাসিনা সরকার ও এদেশের জনগণের উপর একই অবস্থা করছে। ওই সময়ের মতো এরাও আন্দোলন ঠেকাতে স্কুল বন্ধ করে দিয়েছে এ কমলমতি ছাত্রদের উপর পুলিশের দ্বারা লাঠিপেটা করেছে ছাত্রলীগ লাঠিপেটা করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও নীপিড়ন এবং বর্তমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পথে নিরাপত্তার নিশ্চিতের ন্যায্য দাবি আদায়েরর জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীরা যে আন্দোলন শুরু করেছে তাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি হলেও জনগণ দারুণ খুশি। দেশকে বদলানোর জন্য কিশোররা যে আন্দোলনে নেমেছে আমারদের দায়িত্ব হলো তাদের সাথে রাজপথে গিয়ে বলা এ অন্যায় অবিচার কারীদের পতন চাই।
মাহমুদুর রহমান মান্না বলেন, রাস্তায় ট্রাফিক পুলিশকে কখনো লাইসেস দেখতে দেখিনি। সেই দায়িত্ব এখন এই কমলমতি ছাত্ররা নিয়েছে। এটা কি ভালো না খারাপ? আইন নিজের হাতে তুলে নেওয়া কি ভালো? ভালো না তবে যদি আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমত না করে তাহলে তো তাদের কাজ শিখিয়ে দেয়ার জন্য ছাত্র আসবেই। তিনি আরও বলেন, পত্রিকায় দেখলাম কোটা আন্দোলনের নেতা আরিফের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে রাজীব এর হাত উড়ে গেছে প্রেসক্লাবের সামনে এক মহিলা বাস দুর্ঘটনায় মারা গেছে। দেশে যে এতা মৃত্যু হচ্ছে এর কোনো ব্যবস্থা সরকার করছে না। যার কারণে ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
মান্না বলেন, এই দেশ বদলানোর জন্য কিশোররা রাজপথে নেমেছে; লাখ লাখ চাকরি প্রত্যাশি যুবকরা নেমেছে। আমাদের দায়িত্ব হলো তাদের সাথে মিলে যাওয়।া আমাদের দায়িত্বে তাদের সাথে রাজপথে যাওয়ার আমাদের দায়িত্ব তাদের সাথে রাজপথে গিয়ে বলা এই অন্যায় অবিচার কারীদের পতন চাই। তিনি আরও বলেন, শেখ হাসিনার যে দাপট এই দাপট থামাতে হবে নির্বাচনের নামে যে প্রহসন করেছে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সেগুলো বন্ধ করতে হবে। আর বন্ধ করার জন্য সবাই মিলে রাজপথে নামতে হবে।
কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ