পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আমার পদত্যাগ দাবি করেছে বিএনপি। তাদের কথায় কেন পদত্যাগ করব? অভিভাবক কিংবা শিক্ষার্থীরা তো আমার পদত্যাগ চাইনি। তাদের ৯ দফা দাবির কোথাও আমার পদত্যাগ করার কথা উল্লেখ নেই।’
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাজাহান খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি তো প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করে। ফলে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমার পদত্যাগের প্রশ্নই আসে না।’
মন্ত্রী জানান, তারা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে তিনি এও বলেন, ‘যারা সড়কে গাড়ি চালাতে নিরাপত্তার অভাব বোধ করছেন, তারা রাস্তায় গাড়ি বের করছেন না। আমি গাড়ির মালিকদের এ বিষয়ে কিছু বলিনি।’
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি আপনার পদত্যাগ চায়, তাহলে পদত্যাগ করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান নৌমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। ঘটনার দিন রাতেই দিয়ার বাবা জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়। দুর্ঘটনার দিন থেকেই শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন। এরই মধ্যে তারা ৯ দফা দাবি তুলে ধরেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।