Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোবটফোন আনছে শার্প

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

জাপান সম্পর্কে যদি মাত্র একটি বিষয়ও বলতে হয়, তাহলে তা হবে রোবট নিয়ে তাদের প্রবল আকর্ষণ। সম্ভবত সে কারণেই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শার্প কর্পোরেশন তাদের সাড়ে ৭ ইঞ্চি লম্বা রোবট-স্মার্টফোন বাজারে উন্মুক্ত করার পরিকল্পনায় অটল রয়েছে। রোবোহন নামের এই স্মার্টফোনটি কেবল একটি ফোনই নয়, এটি হাঁটতে এবং কথা বলতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সম্প্রতি ক্ষতির মধ্যে থাকায় ওসাকাভিত্তিক এই প্রতিষ্ঠানটিকে কিনে নেয় তাইওয়ানভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। তবে, শার্প নিশ্চিত যে তারা প্রতি মাসে ৫ হাজার রোবোহন বিক্রি করতে পারবে, যদিও এর মূল্য ধরা হয়েছে ১৮০০ মার্কিন ডলার। টক্সিডো-ক্ল্যাড নামের রোবটটি মূলত একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এটি বার্তা পাঠাতে, ভিডিও কনফারেন্স করতে এবং এর মাথায় থাকা একটি প্রজেক্টরের মাধ্যমে ছবিও দেখাতে পারে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, ব্যবহারকারী বললে এটি নেচেও দেখাবে। রোবট ফোনটিকে শার্প তাদের উদ্ভাবনী মানসিকতার একটি নিদর্শন হিসাবে দেখাতে চাচ্ছে। শার্পের একজন পরিচালক ইয়োশিসুকে হাসেগাওয়া বলেন, রোবোহন কেবল একটি স্মার্টফোনই নয়, এটি একটি রোবটফোন, যা মানুষের প্রতি সাড়া দিয়ে আনন্দ দেয়। ব্যবসায়ের বিস্তৃতির কথা চিন্তা করে আমরা বিদেশেও এটি বিক্রির চিন্তা করছি। ২৬ মে থেকে এর প্রাপ্যতা এবং মূল্য নিশ্চিত করে সম্প্রতি একটি ঘোষণা দেওয়া হয়। যদি এ প্রযুক্তি সফল হয়, অ্যাপল ইনকর্পোরেটেড-এর আইফোন এর মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো শার্পকে সাহায্য করবে বলে বলে জানা যায়। রোবোহন যদি বেশিদিন ব্যবহারকারীর আকর্ষণ ধরে রাখতে নাও পারে, তবুও এটি ফোন করার মতো দরকারী কাজে ব্যবহার করা যাবে।
ষ আদনান রিয়াদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোবটফোন আনছে শার্প

১৯ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ