বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনা নিউমার্কেটের ডায়না ফ্যাশনের সেলসম্যান রিমন কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিমন শহরের পাওয়ার হাউজ পাড়ার আবুল হাশেমের পুত্র। পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে নিউ মার্কেট এলাকার নিজ কর্মস্থল থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় নিউমার্কেট এলাকায় ৫/৭ জন অজ্ঞাত দুর্বৃত্তরা রিমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন রিমনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিমন আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে। এ ঘটনার পর নিউ মার্কেট এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। নিউ মার্কেটের খোলাসমূহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ অনুমান করছে। সেই সাথে অন্য আর কোন কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে। পাবনায় হঠাৎ করে কিশোর অপরাধ বৃদ্ধি পেয়েছে।এই হত্যাকাণ্ডের তথ্য জানতে পাবনা জেলা স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।