Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

যানবাহনের ফিটনেস যাচাইয়ে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সড়ক দুর্ঘটনা এড়াতে গণপরিবহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে অন্তত ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমপক্ষে ১৫ সদস্যের এই কমিটি দ্রæত গঠন করে তিন মাসের মধ্যে জরিপ প্রতিবেদন আদালতে দাখিল করতে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানকে এই নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তানভীর আহমেদ; সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী শর্মা ও পূরবী সাহা।
আদেশের পর আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, ফিটেনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বিআরটিএ চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক, বিআরটিএর এনফোর্সেমেন্ট বিভাগের পরিচালক ও পুলিশ প্রধানকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস জরিপে যথাযথ পদক্ষেপ নিতে গত ৯ জুলাই বিআরটিএর চেয়ারম্যানকে আইনি নোটিস দেয়া হয়।
দশ দিনের সময় বেঁধে দিয়ে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে বলা হয় নোটিসে। কিন্তু ওই নোটিসের কোনো জবাব না পেয়ে গত সপ্তাহে আইনজীবী তানভীর আহমেদ হাইকোর্টে রিট আবেদন করেন। তানভীর বলেন, মানিকগঞ্জের ঘিওরে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ ৫ জন নিহত হওয়ার সেই দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন পরিবহনই দায়ী ছিল, যা ওই মামলার রায়ে পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্ত বলা হয়েছে।
স¤প্রতি দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী রাজিবের হাত বিচ্ছিন্ন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেছে, এর পেছনেও রয়েছে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস না থাকা। এছাড়া বাসাচাপায় যে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, সেটির তদন্ত করলেও হয়ত এর পেছনে বাসটির ফিটনেস ত্রুটি উঠে আসবে। এসব দুর্ঘটনা, প্রাণহানীর দায় এড়ানোর কোনো সুযোগ বিআরটিএর নেই।সংবিধান অনুযায়ী আইনগত অধিকার ছাড়া কাউকে জীবন থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু ফিটনেসবিহীন এসব যানবাহনের কারণে যেখানে সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। মানুষ প্রাণ হারাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ