বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহেশখালী উপজেলার মাতারবাড়িতে স্থাপন করা বিদ্যুতের একটি সাব-স্টেশন চালু হয়েছে। ৩০ জুলাই থেকে এটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয় বলে জানাগেছে। মহেশখালীতে এরকম আরও দুইটি স্টেশন চালু হওয়ার পথে।
৬৫ মেগাওয়াটের বিদ্যুৎ স্টেশনটি চালু হওয়ার ফলে মহেশখালী দ্বীপে ও চকরিয়ায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং কমে আসবে বলে ধরনা করা হচ্ছে।
বিদ্যুতের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম বলেন, ৬৫ মেগাওয়াটের বিদ্যুৎ স্টেশনটি চালু হওয়ার ফলে মহেশখালী দ্বীপে ও চকরিয়ায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং কমে আসবে।
আগে কক্সবাজারের বিদ্যুৎ দিয়ে মহেশখালী চলত। য়দিও মহেশকালীতে দরকার ১০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বোগান্তি ছিল বেশী।
এখন মাতারবাড়ির একটি সাবস্টেশন থেকে আমরা পাব ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। এতে মহেশখালী ও চকরিয়ার বিদ্যুৎ ভোগান্তি লাঘব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।