Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে আবদুল খালেক (৫৫) নামের এক মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। আবদুল খালেক কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, আবদুল খালেক রোববার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বাইরে শব্দ পেয়ে রাত ৩টার দিকে তিনি ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে খালেককে আহতাবস্থায় দেখতে পেয়ে তার বাড়ির লোকদের খবর দেয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব মিয়া জানান, খালেকের কপালে ও নাকে জখমের চিহ্ন রয়েছে। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ