Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো কাজই সুশাসন নিশ্চিত করে

শুদ্ধাচার পুরস্কার বিতরণে পরিকল্পনামন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভালো কজের প্রতিযোগিতা করতে হবে। ভালো কাজের প্রতিযোগিতা হলে দেশ এগিয়ে যাবে ও সর্বস্তরে সুশাসন নিশ্চিত করা যাবে।
গতকাল সোমবার ’শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেকে সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক দেয়া হয়। ২০১৭ সালে কাজের দক্ষতা, সততা, জনসেবার মানসিকতাসহ ১৯টি সূচকে ১০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্তরা এ পুরস্কার পান। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকারি কর্মচারীদের উৎসাহিত করতে এ পুরস্কার প্রদান করা হয়।
পরিকল্পনা বিভাগের সচিব মোঃ জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্য, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. কেএএস মুর্শিদ, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক কামাল উদ্দিন তালুকদারসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তদের অভিন্দন জানিয়ে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশব্যাপী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পণা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘ মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে ভাবে প্রজেক্ট পাঠানো হয় সেভাবেই অনুমোদন পায় না। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ জাতীয় পরিকল্পনা নীতির আলোকে এসব যাচাই বাচাই করে চ‚ড়ান্ত করেন। দক্ষতা না থাকলে এ কাজ করা সম্ভব না।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ